নরসিংদীতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ১৮: ২৪
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৮: ৫০

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগ। এ সময় পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। তখন পুলিশের উপস্থিত দেখা যায়। 

পূর্বঘোষিত প্রার্থনা ও ছাত্র–জনতার গণমিছিল কর্মসূচি নিয়ে বেলা ৩টার দিকে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে অবস্থানের চেষ্টা করেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা ও মারধর করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। 

এতে কমপক্ষে ১০ জন আন্দোলনকারী আহত হন। তখন পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা তেমন কিছু না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুলের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত কয়েকজন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত