শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতি জবি শিক্ষক সমিতির একাত্মতা প্রকাশ

জবি প্রতিনিধি 
Thumbnail image
আজ সোমবার বেলা দেড়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে তিন দফা দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আজ সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

একই দিন বেলা দেড়টায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষক সমিতি মনে করে, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূরীকরণে শিক্ষার্থীদের দাবিগুলো যথার্থ এবং যৌক্তিক।

অধ্যাপক রইছ উদ্দীন বলে, ‘শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন রয়েছে। গতকাল গণ-অনশনে অংশগ্রহণকারী অসুস্থ শিক্ষার্থীদের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করেছি এবং এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’

এ ছাড়া অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত