Ajker Patrika

অতিরিক্ত গাড়ির চাপে নাকাল ঢাকা-আরিচা মহাসড়ক

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
অতিরিক্ত গাড়ির চাপে নাকাল ঢাকা-আরিচা মহাসড়ক

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে লকডাউন শিথিল করার ফলে রাজধানী ছেড়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে মানুষ। আজ মঙ্গলবার সকাল এগারোটায় ঢাকা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে অতিরিক্ত যানবাহনের চাপে সারা রাস্তা জুড়ে জ্যামের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপের ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। সেই সঙ্গে তীব্র গরমে দীর্ঘক্ষণ গাড়িতে আটকে থাকায় নারী ও শিশুরা চরম অস্বস্তিতে পড়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া ছোটখাটো বেশ কয়েকটি দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণ উত্তরাঞ্চলের কমপক্ষে ২১ জেলার মানুষ ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে বাড়ি যাওয়ার ফলেই মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।

এ সময় মহাসড়কের তলা এলাকায় জ্যামে আটকে পড়া প্রাইভেটকারের চালক মো. আসলাম জানান, গাবতলী থেকে মানিকগঞ্জ পর্যন্ত আসতে সময় লেগেছে চার ঘণ্টা। সারা রাস্তায় ছিল জ্যাম। গাড়ি চালানো যাচ্ছে না, থেমে থেমে আসতে হয়। কখন বাড়ি যাব তা অনিশ্চিত।

বানিয়াজুরী বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনরত ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। ভোর থেকে আমি মহাসড়কের বিভিন্ন স্থানে টহল দিচ্ছি। সকালে মহাসড়কে গাড়ি চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছিল, এখন স্বাভাবিক আছে। তবে বিভিন্ন রুটের অতিরিক্ত পরিবহনের চাপে গাড়িগুলো ধীর গতিতে চলাচল করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত