Ajker Patrika

রায়পুরায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মো. নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁনপুর ইউনয়নের বগডরিয়াকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই ব্যক্তি চাঁনপুর ইউনয়নের বগডরিয়াকান্দি গ্রামের মৃত মো. তাল মিয়ার ছেলে। নুরুল ইসলাম পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। 

নিহতের স্বজনেরা জানান, নিহত নুরুল ইসলামের বড় ভাই আহম্মদ আলী (৪৫) ওই গ্যাস সিলিন্ডারে বেলুন ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেন। শনিবার সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করতে করতে বাড়ির উঠোনে যান। এ সময় ঘরে থাকা সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ঘরে থাকা আসবাবপত্র নষ্ট হয়ে যায়। ঘরের বেড়ার টিন উড়ে যায়। নুরুল ইসলামের মাথায় কোনো একটি ধাতব বস্তুর আঘাত লাগে এবং রক্তাক্ত জখম হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভৈরবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

নিহতের বড় ভাই আহম্মদ আলী বলেন, ‘বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারটি ঘরের এক কোণে রাখা ছিল। নতুন করে কিছু বেলুন ফোলানোর জন্য এতে ক্যামিকেলও দেওয়া ছিল। এটি হঠাৎ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে।’ 

চানপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার বলেন, ‘এ ঘটনার পর নিহতের স্ত্রী ও ভাই আমার কাছে এসেছিল। এটা একটি নিছক দুর্ঘটনা। তাঁরা আমাকে অবগত করেছে।’ 

এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ‘নিহতের ঘটনার কথা শুনেছি, এটি নিছকই একটি দুর্ঘটনা। পরিবারের সদস্যের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত