রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মো. নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁনপুর ইউনয়নের বগডরিয়াকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি চাঁনপুর ইউনয়নের বগডরিয়াকান্দি গ্রামের মৃত মো. তাল মিয়ার ছেলে। নুরুল ইসলাম পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।
নিহতের স্বজনেরা জানান, নিহত নুরুল ইসলামের বড় ভাই আহম্মদ আলী (৪৫) ওই গ্যাস সিলিন্ডারে বেলুন ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেন। শনিবার সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করতে করতে বাড়ির উঠোনে যান। এ সময় ঘরে থাকা সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ঘরে থাকা আসবাবপত্র নষ্ট হয়ে যায়। ঘরের বেড়ার টিন উড়ে যায়। নুরুল ইসলামের মাথায় কোনো একটি ধাতব বস্তুর আঘাত লাগে এবং রক্তাক্ত জখম হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভৈরবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় ভাই আহম্মদ আলী বলেন, ‘বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারটি ঘরের এক কোণে রাখা ছিল। নতুন করে কিছু বেলুন ফোলানোর জন্য এতে ক্যামিকেলও দেওয়া ছিল। এটি হঠাৎ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে।’
চানপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার বলেন, ‘এ ঘটনার পর নিহতের স্ত্রী ও ভাই আমার কাছে এসেছিল। এটা একটি নিছক দুর্ঘটনা। তাঁরা আমাকে অবগত করেছে।’
এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ‘নিহতের ঘটনার কথা শুনেছি, এটি নিছকই একটি দুর্ঘটনা। পরিবারের সদস্যের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নরসিংদীর রায়পুরায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মো. নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁনপুর ইউনয়নের বগডরিয়াকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি চাঁনপুর ইউনয়নের বগডরিয়াকান্দি গ্রামের মৃত মো. তাল মিয়ার ছেলে। নুরুল ইসলাম পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।
নিহতের স্বজনেরা জানান, নিহত নুরুল ইসলামের বড় ভাই আহম্মদ আলী (৪৫) ওই গ্যাস সিলিন্ডারে বেলুন ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেন। শনিবার সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করতে করতে বাড়ির উঠোনে যান। এ সময় ঘরে থাকা সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ঘরে থাকা আসবাবপত্র নষ্ট হয়ে যায়। ঘরের বেড়ার টিন উড়ে যায়। নুরুল ইসলামের মাথায় কোনো একটি ধাতব বস্তুর আঘাত লাগে এবং রক্তাক্ত জখম হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভৈরবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় ভাই আহম্মদ আলী বলেন, ‘বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারটি ঘরের এক কোণে রাখা ছিল। নতুন করে কিছু বেলুন ফোলানোর জন্য এতে ক্যামিকেলও দেওয়া ছিল। এটি হঠাৎ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে।’
চানপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার বলেন, ‘এ ঘটনার পর নিহতের স্ত্রী ও ভাই আমার কাছে এসেছিল। এটা একটি নিছক দুর্ঘটনা। তাঁরা আমাকে অবগত করেছে।’
এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ‘নিহতের ঘটনার কথা শুনেছি, এটি নিছকই একটি দুর্ঘটনা। পরিবারের সদস্যের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে বনভূমিতে অভিযান শেষে ফেরার পথে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ও দুটি ভেকু ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
১৬ মিনিট আগেদ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের দায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যথায় তাকে আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
২২ মিনিট আগেজাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুসারে বাংলাদেশে ৫-১৭ বৎসর বয়সী কর্মজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখের বেশি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর সংখ্যা প্রায় ১০ লাখ ৬৮ হাজার।
৩১ মিনিট আগেবগুড়ায় কারাবন্দী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুর (৫৬) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে