নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দিয়ে ২ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের মামলায় বিতর্কিত ব্যবসায়ী ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর অভিযোগ গঠন করেন।
মামলার অন্য আসামিরা হলেন দিপায়ন বসু (৩২), অনিন্দ্য দত্ত (৩১), মাসুদ পারভেজ (৪০) ও মো. মিজানুর রহমান (৩৯)। তাদের মধ্যে দিপায়ন বসু ও অনিন্দ্য দত্ত মামলার শুরু থেকেই পলাতক। সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকি আসামিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাহেদসহ পাঁচজনের বিচার শুরু হল। তিনি আরও বলেন, আগামী ২ জুলাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ জন শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট প্রদানের মাধ্যমে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন একশিড করপোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম।
মামলাটি তদন্ত শেষে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াদুর রহমান ২০২১ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
জানা গেছে, সাহেদের বিরুদ্ধে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট সংশ্লিষ্ট আরও একটি মামলা ঢাকার বিশেষ জজ আদালত-২ এ বিচার চলছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারসহ প্রতারণার অনেক মামলাই সাহেদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। তিনি অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দিয়ে ২ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের মামলায় বিতর্কিত ব্যবসায়ী ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর অভিযোগ গঠন করেন।
মামলার অন্য আসামিরা হলেন দিপায়ন বসু (৩২), অনিন্দ্য দত্ত (৩১), মাসুদ পারভেজ (৪০) ও মো. মিজানুর রহমান (৩৯)। তাদের মধ্যে দিপায়ন বসু ও অনিন্দ্য দত্ত মামলার শুরু থেকেই পলাতক। সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকি আসামিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাহেদসহ পাঁচজনের বিচার শুরু হল। তিনি আরও বলেন, আগামী ২ জুলাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ জন শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট প্রদানের মাধ্যমে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন একশিড করপোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম।
মামলাটি তদন্ত শেষে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াদুর রহমান ২০২১ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
জানা গেছে, সাহেদের বিরুদ্ধে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট সংশ্লিষ্ট আরও একটি মামলা ঢাকার বিশেষ জজ আদালত-২ এ বিচার চলছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারসহ প্রতারণার অনেক মামলাই সাহেদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। তিনি অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
২ ঘণ্টা আগে