নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে বাম জোটের মিছিল, পুলিশের লাঠিপেটা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আধাবেলা (সকাল ৬টা থেকে বেলা ২ টা) হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় নারায়ণগঞ্জে মিছিল করেছে তারা। তবে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

শহরের বঙ্গবন্ধু সড়কের ডিআইটি এলাকায় মিছিল করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা। পুলিশের লাঠিপেটায় জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম ও বাসদ সদস্যসচিব বিপ্লবসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছে জোটের নেতা-কর্মীরা। তবে মিছিল থেকে কাউকে আটক করেনি পুলিশ।

আহতরা হলেন—জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, খোরশেদ আলম, জাসাল হোসেন, রাতুল আহম্মেদ, রুহুল আমিন সোহাগ, নুরুল ইসলাম, সরত মণ্ডল ও সাইফুল ইসলাম।

এই বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র দাস বলেন, সড়কে যান চলাচলে অসুবিধা ও বাধা তৈরি হওয়ায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত