টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ঢাকায় নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আজ রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির ব্যানারে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এ এস এম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মো. মাসুদার রহমান, বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন মুহাম্মদ উমর ফারুক, মো. আহসান হাবিব, মো. খাইরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক অনিমেষ সরকার, দপ্তর সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিন, মো. জয়নুল আবেদীন, লুৎফুননেছা বারি, মো. ফজলুল করিম, মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
জানা গেছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) ও ফার্মেসি বিভাগে তিনজন করে মোট ছয়জন প্রভাষক নিয়োগের জন্য ২০২২ সালের ২৫মে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বিএমবি বিভাগে ৮১ ও ফার্মেসি বিভাগে ৯৫ জন প্রার্থী আবেদন করেন। তাঁদের নিয়োগের জন্য কিছুদিন আগে ভাসানী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিখিত পরীক্ষার আয়োজন করেছিল। ওই সময় শিক্ষকদের আন্দোলনের মুখে পরীক্ষা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে ১৩ ও ১৪ আগস্ট ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়। এর প্রতিবাদে অনেক শিক্ষক আজ দুপুরে মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি এ এস এম সাইফুল্লাহ বলেন, ‘শিক্ষক নিয়োগ পরীক্ষা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাকর এবং অবমাননাকর। উপাচার্য ডিন, চেয়ারম্যান কারও কোনো কথার তোয়াক্কা না করে স্বেচ্ছাচারীভাবে নিজের মন মতো সিদ্ধান্ত নিচ্ছেন।’
শিক্ষক নেতা লাইফ সায়েন্স অনুষদের ডিন মুহাম্মদ উমর ফারুক বলেন, ‘সব সময় এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বোর্ড বিশ্ববিদ্যালয়ে হয়েছে। আজ উপাচার্য নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছেন। এর আগে তিনি শিক্ষকদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন।’ উমর ফারুক প্রভাষক নিয়োগ পরীক্ষা ঢাকায় না নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসি মাল্টি স্কেনিংয়ের মাধ্যমে লিখিত, ভাইবা পরীক্ষায় সবচেয়ে যোগ্য লোক যাচাই করে প্রভাষক হিসেবে নিয়োগ দিতে চাচ্ছেন। কিন্তু কতিপয় শিক্ষক নেতারা চাচ্ছেন শুধুমাত্র ভাইবা পরীক্ষার মাধ্যমে তাঁদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিতে। তাঁদের দাবি ভিসি গ্রহণযোগ্য মনে করেননি তাই কতিপয় শিক্ষক আন্দোলন করছেন। ভিসি স্যার চ্যান্সেলর, রিজেন্ট বোর্ড ও নিয়োগ বোর্ডের সঙ্গে পরামর্শ করেই যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছেন।’
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ঢাকায় নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আজ রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির ব্যানারে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এ এস এম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মো. মাসুদার রহমান, বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন মুহাম্মদ উমর ফারুক, মো. আহসান হাবিব, মো. খাইরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক অনিমেষ সরকার, দপ্তর সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিন, মো. জয়নুল আবেদীন, লুৎফুননেছা বারি, মো. ফজলুল করিম, মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
জানা গেছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) ও ফার্মেসি বিভাগে তিনজন করে মোট ছয়জন প্রভাষক নিয়োগের জন্য ২০২২ সালের ২৫মে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বিএমবি বিভাগে ৮১ ও ফার্মেসি বিভাগে ৯৫ জন প্রার্থী আবেদন করেন। তাঁদের নিয়োগের জন্য কিছুদিন আগে ভাসানী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিখিত পরীক্ষার আয়োজন করেছিল। ওই সময় শিক্ষকদের আন্দোলনের মুখে পরীক্ষা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে ১৩ ও ১৪ আগস্ট ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়। এর প্রতিবাদে অনেক শিক্ষক আজ দুপুরে মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি এ এস এম সাইফুল্লাহ বলেন, ‘শিক্ষক নিয়োগ পরীক্ষা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাকর এবং অবমাননাকর। উপাচার্য ডিন, চেয়ারম্যান কারও কোনো কথার তোয়াক্কা না করে স্বেচ্ছাচারীভাবে নিজের মন মতো সিদ্ধান্ত নিচ্ছেন।’
শিক্ষক নেতা লাইফ সায়েন্স অনুষদের ডিন মুহাম্মদ উমর ফারুক বলেন, ‘সব সময় এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বোর্ড বিশ্ববিদ্যালয়ে হয়েছে। আজ উপাচার্য নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছেন। এর আগে তিনি শিক্ষকদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন।’ উমর ফারুক প্রভাষক নিয়োগ পরীক্ষা ঢাকায় না নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসি মাল্টি স্কেনিংয়ের মাধ্যমে লিখিত, ভাইবা পরীক্ষায় সবচেয়ে যোগ্য লোক যাচাই করে প্রভাষক হিসেবে নিয়োগ দিতে চাচ্ছেন। কিন্তু কতিপয় শিক্ষক নেতারা চাচ্ছেন শুধুমাত্র ভাইবা পরীক্ষার মাধ্যমে তাঁদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিতে। তাঁদের দাবি ভিসি গ্রহণযোগ্য মনে করেননি তাই কতিপয় শিক্ষক আন্দোলন করছেন। ভিসি স্যার চ্যান্সেলর, রিজেন্ট বোর্ড ও নিয়োগ বোর্ডের সঙ্গে পরামর্শ করেই যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছেন।’
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে