মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট লঞ্চঘাট এলাকায় বোমা হামলায় মুদি দোকানি মনির চৌকিদার (৩৫) মারা গেছেন। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার মিয়ারহাট লঞ্চঘাট এলাকার রশিদ চৌকিদার ছেলে মনির চৌকিদারের লঞ্চঘাট এলাকায় মুদি দোকান চালাতেন। মনির চৌকদার সোমবার ইফতারি শেষ করে এশার নামাজ পড়তে স্থানীয় একটি মসজিদে যান। সেখানে নামাজ শেষে দোকানে যাচ্ছিলেন। এ সময় মনিরকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বোমা নিক্ষেপ করেই দ্রুত দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় মনিরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বোমা বিস্ফোরণে নিহতের ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। তাই এলাকায় ঘটনার পর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বোমার আঘাতে মনিরের মুখমণ্ডল পুরোটাই ধসে গেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতে ধরতে ইতিমধ্যেই কয়েকটি টিম অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের সঙ্গে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও ইউপি নির্বাচনে জয়-পরাজয় নিয়ে একাধিকবার দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটেছে।
মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট লঞ্চঘাট এলাকায় বোমা হামলায় মুদি দোকানি মনির চৌকিদার (৩৫) মারা গেছেন। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার মিয়ারহাট লঞ্চঘাট এলাকার রশিদ চৌকিদার ছেলে মনির চৌকিদারের লঞ্চঘাট এলাকায় মুদি দোকান চালাতেন। মনির চৌকদার সোমবার ইফতারি শেষ করে এশার নামাজ পড়তে স্থানীয় একটি মসজিদে যান। সেখানে নামাজ শেষে দোকানে যাচ্ছিলেন। এ সময় মনিরকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বোমা নিক্ষেপ করেই দ্রুত দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় মনিরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বোমা বিস্ফোরণে নিহতের ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। তাই এলাকায় ঘটনার পর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বোমার আঘাতে মনিরের মুখমণ্ডল পুরোটাই ধসে গেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতে ধরতে ইতিমধ্যেই কয়েকটি টিম অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের সঙ্গে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও ইউপি নির্বাচনে জয়-পরাজয় নিয়ে একাধিকবার দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটেছে।
ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
২ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
১৩ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
৪৩ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগে