সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে সংঘর্ষে শিক্ষার্থী, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে এ সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি টিয়ার শেল নিক্ষেপ করে। গুরুতর আহত এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে টাঙ্গাইল পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা পৌরসভার মোখতার ফোয়ারা চত্বরে এসে জড়ো হতে থাকেন। এ সময় পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ফোয়ারা চত্বরে বিক্ষোভ মিছিল করে প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা-সখীপুর সড়ক অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অনুরোধ করে। পরে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ শেষে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানান।
পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় ফোয়ারা চত্বরে এসে বিক্ষোভ করতে থাকে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়ে মারে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
সাকিব নামের আন্দোলনকারী এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের হামলায় আমাদের তিনজন আহত হয়েছেন। তবে আমরা কেউ হাসপাতালে চিকিৎসা নিইনি।’
এ ছাড়া সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম (৩৫), সাবেক ছাত্রলীগ নেতা সাগর ইসলাম সিজার (৩০) ও পৌর কাউন্সিলর বাদল হোসেন বাদু আহত হয়েছেন।
তিন পুলিশ সদস্য সামান্য আহত হওয়ার কথা স্বীকার করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ দুটি টিয়ার শেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে সংঘর্ষে শিক্ষার্থী, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে এ সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি টিয়ার শেল নিক্ষেপ করে। গুরুতর আহত এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে টাঙ্গাইল পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা পৌরসভার মোখতার ফোয়ারা চত্বরে এসে জড়ো হতে থাকেন। এ সময় পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ফোয়ারা চত্বরে বিক্ষোভ মিছিল করে প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা-সখীপুর সড়ক অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অনুরোধ করে। পরে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ শেষে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানান।
পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় ফোয়ারা চত্বরে এসে বিক্ষোভ করতে থাকে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়ে মারে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
সাকিব নামের আন্দোলনকারী এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের হামলায় আমাদের তিনজন আহত হয়েছেন। তবে আমরা কেউ হাসপাতালে চিকিৎসা নিইনি।’
এ ছাড়া সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম (৩৫), সাবেক ছাত্রলীগ নেতা সাগর ইসলাম সিজার (৩০) ও পৌর কাউন্সিলর বাদল হোসেন বাদু আহত হয়েছেন।
তিন পুলিশ সদস্য সামান্য আহত হওয়ার কথা স্বীকার করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ দুটি টিয়ার শেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেখাম ছাড়া নারী দিবসের চিঠি দেওয়ায় ফরিদপুরের সালথা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির ওপর ক্ষিপ্ত হয়েছেন জামায়াতের এক কর্মী। এমনকি ওই কর্মকর্তাকে সালথা ছেড়ে চলে যেতে বলা হয়। আজ বৃহস্পতিবার মহিলা কর্মকর্তার মোবাইল ফোনে এ কথা বলেন ওয়ালি উজ জামান নামের এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আরাফাত মামুন রাউজানে যুবদলের নেতা হিসেবে পরিচিত। বিএনপির সক্রিয় রাজনীতি করলেও তাঁর কোনো পদ-পদবি নেই।
১ ঘণ্টা আগে