Ajker Patrika

গোপালগঞ্জে ইজিবাইকে বাসের চাপা, মামা-ভাগনে নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
হাসপাতালে নিহতের স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালে নিহতের স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইজিবাইকে বাস চাপায় মামা এবং ভাগনে নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের আহম্মদ মিয়ার ছেলে দীন ইসলাম (২৫) ও তাঁর ভাগনে একই গ্রামের মাসুদ খানের ছেলে সিফাত ওরফে হাসাইন (১০)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার সড়ক দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, দীন ইসলাম তাঁর ভাগনেকে নিয়ে ইজিবাইকে করে গ্রামের বাড়ি সদর উপজেলার করপাড়া থেকে বোনের বাড়ি কাশিয়ানীর ভাটিয়াপাড়া যাচ্ছিলেন। কাশিয়ানীর ফুকরা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের ৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক দিন ইসলাম ও তার ভাগনে সিফাতকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে চালকসহ বাসটিকে জব্দ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত