Ajker Patrika

এক টেবিলে বসে ইফতার, আইভীকে ‘ছোট বোন’ সম্বোধন শামীম ওসমানের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
এক টেবিলে বসে ইফতার, আইভীকে ‘ছোট বোন’ সম্বোধন শামীম ওসমানের

আবারও এক টেবিলে বসে ইফতার করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। শেষবার একসঙ্গে বসলেও আইভীকে নিয়ে আনুষ্ঠানিক কোনো কথা বলেননি শামীম ওসমান। এবার বলেছেন। অনুষ্ঠানে আইভীকে ‘ছোট বোন’ সম্বোধন করে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন শামীম ওসমান। 

আজ বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন নারায়ণগঞ্জ জেলার প্রভাবশালী দুই জনপ্রতিনিধি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই ইফতারের আয়োজন করা হয়। 

গত সোমবার নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ইফতারে উপস্থিত হয়েছিলেন তাঁরা দুজন। সেবার একই টেবিলে শামীম-আইভীকে দেখতে পেয়ে বিস্মিত হন অনেকেই। 

আজ ইফতার অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বক্তব্য রাখতে অনুরোধ করেন সাংসদ শামীম ওসমানকে। সাংসদ তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত অতিথিদের সম্বোধন করে বলেন, ‘এখানে জেলা প্রশাসক সাহেব আছেন, পুলিশ সুপার সাহেব আছেন। সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধারা আছেন। আমার ‘ছোট বোন’ মেয়র (ডা. সেলিনা হায়াৎ আইভী) আছেন এবং বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দ আছেন।’ 

ইফতারে উপস্থিত থাকা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা বলেন, আইভী ও শামীম এক টেবিলে বসে ইফতার করলেও এদিন তাঁরা একে অন্যের সঙ্গে কথা বলেননি। তবে টেবিলের উপস্থিত অন্যদের সঙ্গে কথা হয়েছে তাঁদের। 

বক্তব্যে সরকারের জাকাত উদ্যোগ প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘সরকার একটা উদ্যোগ নিয়েছে জাকাতের ব্যাপারে। আমাদের দেশে জাকাত বিভিন্নভাবে দেওয়া হয়। আমরা কেউ কেউ শাড়ি-কাপড় দিই। তবে আমি অনুরোধ করছি, যারা জাকাত দিতে চান, তাঁরা একটা অংশ নিজেরা দেন, আরেকটা অংশ মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন; অর্থাৎ, জেলা প্রশাসকের মাধ্যমে দেন।’ 

শামীম ওসমান আরও বলেন, ‘আমরা যদি জাকাত ঠিকভাবে আদায় করি, তাহলে আমার মনে হয় পাঁচ বছর পর বাংলাদেশে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জাকাতের টাকায় তারা স্বাবলম্বী হয়ে আগামী বছর আরেকজনকে জাকাত দিতে পারবে। এটাই কিন্তু জাকাতের প্রকৃত নিয়ম। এই বিষয়টি আমাদের পার্লামেন্টে উত্থাপন হয়েছে। তাই আমি অনুরোধ করব যারা মুসলিম আছেন, তাঁরা এই বিষয়টা খেয়াল রাখবেন।’ 

ইফতার টেবিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত