অনলাইন ডেস্ক
গতানুগতিক ধারার বাইরে গিয়ে পথশিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, ব্লাড গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে হাসিমুখ ফাউন্ডেশন।
হাসিমুখ ফাউন্ডেশনের সমন্বয়ক আশিক বিন আমির এবং তার কয়েকজন বন্ধু মিলে ২০১৭ সাল থেকে গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্নভাবে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উদযাপন করে আসছে।
সংগঠনটি জানায়, ভিন্নভাবে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উদযাপনের উদ্দেশ্য সবার মুখে হাসি ফোটানো। বাচ্চাদের নিয়ে কেক কাটা হয়েছে। এছাড়া এক বেলা খাবার এবং বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চারটি জেলায় (ঢাকা, চট্টগ্রাম, গাইবান্ধা, নাটোর) এ কর্মসূচি পালিত হয়েছে। প্রায় ৬০০ বাচ্চাকে নিয়ে এবারের ‘হাসিমুখ: Our Valentine’ ইভেন্ট উদযাপিত হয়েছে।
ঢাকার ইভেন্টে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস। এছাড়া আরও উপস্থিত ছিলেন-রিসালাত সিদ্দীক, নাহিদ আক্তার, সুরাইয়া সিদ্দিকী, দিপেশ নাগ, অবন্তি সিথী প্রমুখ।
হাসিমুখ ফাউন্ডেশনের সমন্বয়ক আশিক বিন আমির বলেন, ‘জীবনতো একটাই, পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে যেতে চাই।’
উল্লেখ্য, হাসিমুখ ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক বেসরকারি প্রতিষ্ঠান। সামাজিক দারিদ্র্য বিমোচন এবং ১১টি পরিকল্পিত লক্ষ্য ও উদ্দেশ্যে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে হাসিমুখ ফাউন্ডেশন।
গতানুগতিক ধারার বাইরে গিয়ে পথশিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, ব্লাড গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে হাসিমুখ ফাউন্ডেশন।
হাসিমুখ ফাউন্ডেশনের সমন্বয়ক আশিক বিন আমির এবং তার কয়েকজন বন্ধু মিলে ২০১৭ সাল থেকে গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্নভাবে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উদযাপন করে আসছে।
সংগঠনটি জানায়, ভিন্নভাবে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উদযাপনের উদ্দেশ্য সবার মুখে হাসি ফোটানো। বাচ্চাদের নিয়ে কেক কাটা হয়েছে। এছাড়া এক বেলা খাবার এবং বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চারটি জেলায় (ঢাকা, চট্টগ্রাম, গাইবান্ধা, নাটোর) এ কর্মসূচি পালিত হয়েছে। প্রায় ৬০০ বাচ্চাকে নিয়ে এবারের ‘হাসিমুখ: Our Valentine’ ইভেন্ট উদযাপিত হয়েছে।
ঢাকার ইভেন্টে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস। এছাড়া আরও উপস্থিত ছিলেন-রিসালাত সিদ্দীক, নাহিদ আক্তার, সুরাইয়া সিদ্দিকী, দিপেশ নাগ, অবন্তি সিথী প্রমুখ।
হাসিমুখ ফাউন্ডেশনের সমন্বয়ক আশিক বিন আমির বলেন, ‘জীবনতো একটাই, পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে যেতে চাই।’
উল্লেখ্য, হাসিমুখ ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক বেসরকারি প্রতিষ্ঠান। সামাজিক দারিদ্র্য বিমোচন এবং ১১টি পরিকল্পিত লক্ষ্য ও উদ্দেশ্যে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে হাসিমুখ ফাউন্ডেশন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
৪ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে, সিলেট বিভাগের ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম। গবেষণাটি ওই বিভাগের শিশুদের অপুষ্টির চিত্র বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলো চিহ্নিত করেছে।
৮ মিনিট আগেভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম—এই পাঁচ বিভাগীয় শহরে নেওয়ার উদ্যোগ নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আসনবিন্যাসে দেখা গেছে, কেন্দ্র পছন্দক্রমের প্রথমে থাকা সত্ত্বেও রংপুর
১৩ মিনিট আগেরাজধানী, ডেমরা, স্বামী, মোটরসাইকেল, আত্মহত্যা, গৃহবধূ, অভিযোগ, মামলা
১৮ মিনিট আগে