Ajker Patrika

ইজতেমায় মুসল্লির মৃত্যু বেড়ে ১০ 

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৩৫
ইজতেমায় মুসল্লির মৃত্যু বেড়ে ১০ 

বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার মধ্য রাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত ইজতেমা ময়দানে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে আজকের পত্রিকা। 

এ ছাড়া ইজতেমার আশপাশে পুলিশ সদস্যসহ আরও তিনজন নিহত হন, যাদের জানাজাও ইজতেমা ময়দানে পড়ানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ইজতেমার আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। 

নিহতেরা হলেন—শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত সমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলা জেলার পরাগগঞ্জ থানার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুল কাদের (৫৫) ও নেত্রকোনা সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)। 

এর আগে নেত্রকোনা থানার কুমারী বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে এখলাস মিয়া (৭০), চাঁপাইনবাবগঞ্জ জেলার চৌহদ্দি গ্রামের জামাল উদ্দিন (৪০), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার আরুয়াইল ধামাউড়া গ্রামের ইউনুস মিয়ার মৃত্যু হয়েছে। 

ময়দানের আশপাশের মৃত্যুর ঘটনায় ভোলা জেলার ভোল্লা গ্রামের নজির আহমেদের ছেলে শাহ আলম (৬০), জামালপুর জেলার তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মতিউর রহমানের (৬০) ও টঙ্গীর মন্নুগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসানের (৩২) মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত