ভাই ভাই ট্রেডার্সের কর্ণধার আমিনুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ১৯
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ০৭

ব্যবসার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভাই ভাই ট্রেডার্সের কর্ণধার মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে একাধিক মামলাও করেছেন বলে দাবি ব্যবসায়ী ও স্ট্যান্ডার্ড হোল্ডিংসের পরিচালক মো. আমির হোসেনের। 

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব অভিযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন—ব্যবসায়ী অরুপ রতন সাহা, প্রণব কুমার, আইনজীবী শামসুল ইসলাম, তানভির জামান প্রমুখ। 

সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড হোল্ডিংসের পরিচালক আমির হোসেন বলেন, ‘আমিনুল ইসলামের সাথে আমরা তিন ব্যবসায়ী মিলে জয়েন ভেঞ্চারে ব্যবসা করে আসছিলাম। প্রথমে ব্যবসার ধরন ও ব্যবসা দেখে তাঁর (আমিনুল ইসলাম) প্রতারণা বুঝতে পারিনি। পরে আর্থিক অনিয়মসহ প্রতারণা বুঝতে পেরে পাঁচ মাস পর তার সঙ্গে ব্যবসা বন্ধ করে দেই আমরা। পরে তাঁর কাছে পাওনা ৫ কেটি ২০ লাখ টাকা দাবি করি। তিনি ৭ চেকে ৪ কোটি ৮০ লাখ টাকা দেওয়ার কথা বলেন, চেকও দেন। কিন্তু পাস করাতে পারিনি, টাকা নেই সেখানে। বাকি ৪০ লাখ ১৯ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও ব্যাংক ও মার্কেটের টাকা থেকে আমাদের দেওয়ার কথা।’ 

আমির হোসেন বলেন, ‘আমরা (দুই ব্যবসায়ী) পরে আরবিট্রেশন মামলা করি এবং আদালতে সে স্বীকারও করে। পরে সে আদালতের স্বীকারোক্তির কারণে সেই ৪০ লাখ ১৯ হাজার টাকা ফিরিয়ে দেয়। কিন্তু ৪ কোটি ৮০ লাখ টাকা আমাদের এখনো দেয়নি। এই টাকা চাইতে গেলে উল্টো আমাদের নামে একাধিক মামলা করে। আমরা তাঁর (আমিনুল) প্রতারণার মামলার কারণে সামাজিকভাবে অসম্মানিত হচ্ছি, পরিবারের কাছে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আমরা এর প্রতিকার চাই, প্রতারক আমিনুল ইসলামের শাস্তি চাই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত