নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
টঙ্গীর তুরাগ পাড়ে আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ সড়কে চৌরাস্তা থেকে ঢাকামুখী লেনে লোকাল বাসে সংকট দেখা যায়। এমন অবস্থায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
ইতিমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সড়কে যান চলাচল সীমিত করে গতকাল বৃহস্পতিবার মধ্য রাত থেকে নির্দেশনা জারি করেছেন।
এদিকে ইজতেমা ময়দানে সর্ব বৃহৎ জুমা আদায় হতে যাচ্ছে আজ। ফলে জুমায় যোগ দিতে টঙ্গী ও এর আশপাশের মুসল্লিরা দলে দলে আসছেন।
আব্দুর রউফ চাকরি করেন রাজধানীর বনানী এলাকার একটি বেসরকারি কোম্পানিতে। সকাল ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।
আব্দুর রউফ বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় আছি। বাস আসছে না। অফিসের নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা দেরি হয়ে গেছে এখানেই।’
গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টঙ্গীর বিসিক এলাকার একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে এসেছেন হাফিজুল ইসলাম।
তিনি বলেন, ‘সকাল সাড়ে ৬টায় বাসযোগে রওনা দিয়ে সাড়ে ১০টার দিকে এসে পৌঁছেছি। সড়ক জুড়ে তীব্র যানজট।’
পরিবহনের চালক আমান উদ্দিন বলেন, ‘ভোর ৫টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী বাজার পৌঁছেছে। সব যাত্রী নেমে গেছে। এ যানজটের বিস্তৃতি অনেক।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, ইজতেমা ময়দানের জুমার নামাজ আদায় করতে আজ প্রায় দশ লাখ লোকের সমাগম ঘটতে পারে। তা ছাড়া মুসল্লিদের চলাচলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহনের ধীর গতি রয়েছে।
এই উপকমিশনার আরও বলেন, ‘আমরা সড়কে নতুন নির্দেশনা দিয়েছি। আশা করি বিকেল ৫টার দিকে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।’
টঙ্গীর তুরাগ পাড়ে আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ সড়কে চৌরাস্তা থেকে ঢাকামুখী লেনে লোকাল বাসে সংকট দেখা যায়। এমন অবস্থায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
ইতিমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সড়কে যান চলাচল সীমিত করে গতকাল বৃহস্পতিবার মধ্য রাত থেকে নির্দেশনা জারি করেছেন।
এদিকে ইজতেমা ময়দানে সর্ব বৃহৎ জুমা আদায় হতে যাচ্ছে আজ। ফলে জুমায় যোগ দিতে টঙ্গী ও এর আশপাশের মুসল্লিরা দলে দলে আসছেন।
আব্দুর রউফ চাকরি করেন রাজধানীর বনানী এলাকার একটি বেসরকারি কোম্পানিতে। সকাল ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।
আব্দুর রউফ বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় আছি। বাস আসছে না। অফিসের নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা দেরি হয়ে গেছে এখানেই।’
গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টঙ্গীর বিসিক এলাকার একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে এসেছেন হাফিজুল ইসলাম।
তিনি বলেন, ‘সকাল সাড়ে ৬টায় বাসযোগে রওনা দিয়ে সাড়ে ১০টার দিকে এসে পৌঁছেছি। সড়ক জুড়ে তীব্র যানজট।’
পরিবহনের চালক আমান উদ্দিন বলেন, ‘ভোর ৫টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী বাজার পৌঁছেছে। সব যাত্রী নেমে গেছে। এ যানজটের বিস্তৃতি অনেক।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, ইজতেমা ময়দানের জুমার নামাজ আদায় করতে আজ প্রায় দশ লাখ লোকের সমাগম ঘটতে পারে। তা ছাড়া মুসল্লিদের চলাচলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহনের ধীর গতি রয়েছে।
এই উপকমিশনার আরও বলেন, ‘আমরা সড়কে নতুন নির্দেশনা দিয়েছি। আশা করি বিকেল ৫টার দিকে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।’
ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
১৮ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
২৮ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ ঘণ্টা আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগে