Ajker Patrika

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আরেক যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আরেক যুবকের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগষ্ট ঢাকার গুলিস্তানে লাঠির আঘাতে আহত রমজান মিয়া জীবন (২৬) নামে এক যুবক মারা গেছেন। আজ বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত জীবনের মামা মো. রোকন জানান, তাঁদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাঠানবাড়ি গ্রামে। বর্তমানে মিরপুর ১১ নম্বর সেকশন লটলমাটিয়া এলাকায়। স্ত্রী সাহারা খাতুনকে নিয়ে থাকতো। তার স্ত্রী ছয়মাসের অন্তসত্ত্বা ছিল। আলু বাজার জুতার কারখানায় কাজ করতো জীবন। 

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগষ্ট ঢাকার গুলিস্তান আওয়ামীলীগ পার্টি অফিস এলাকায় মিছিলে যায়। সেখানে লাঠির আঘাতে আহত হয় জীবন। পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। বিকালো সংবাদ পেয়ে হাসপাতালে অচেতন অবস্থায় পাই জীবনকে। সেদিনই তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দুইমাস চিকিৎসার পর আজ বিকালে মারা যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত