Ajker Patrika

ট্রেনে কাটা পড়ে তোলারাম কলেজছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২২, ২০: ৫৫
ট্রেনে কাটা পড়ে তোলারাম কলেজছাত্রের মৃত্যু

ঢাকা-নারায়ণগঞ্জে রুটে চলাচলকারী ট্রেনে কাটা পড়ে নুর হোসেন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের চাষাঢ়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নুর হোসেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের উচ্চমাধ্যমিকের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় শনাক্ত করা হয়।

চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার গয়েশ্বর মল্লিক বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ফতুল্লা স্টেশন অতিক্রম করে চাষাঢ়া স্টেশনের দিকে আসছিল। স্টেশনে পৌঁছানোর একটু আগে এক কলেজছাত্র ট্রেনে কাটা পড়ে মারা যায়। ছেলেটি ট্রেনের হাতল ধরে ঝুলে ছিল বলে জানতে পেরেছি। ব্যালেন্স হারিয়ে সে নিচে চলে যায়।’

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, হাত ফসকে পড়ে গিয়ে ট্রেনের নিচে চলে যান ওই ছাত্র। তাঁর দেহ কয়েক টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত