Ajker Patrika

ঈদযাত্রা: চাপ বাড়ছে সাভারের সড়ক-মহাসড়কে

সাভার (ঢাকা) প্রতিনিধি 
ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকা। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকা। ছবি: আজকের পত্রিকা

ঈদুল ফিতর উপলক্ষে সাভার-আশুলিয়ার কারখানাগুলোতে ছুটি দেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গমুখী ঢাকা-আরিচা ও উত্তরবঙ্গমুখী নবীনগর-চন্দ্রা মহাসড়কে পরিবহনের চাপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে বাড়তি ভাড়া নেওয়া শুরু করেছে কোনো কোনো পরিবহন।

বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা ঘুরে পরিবহনের বাড়তি চাপ দেখা গেছে। নবীনগর দূরপাল্লার বাস টার্মিনালের কাউন্টারগুলোতে ভিড় চোখে পড়েছে। পুরো টার্মিনালেই কাঙ্ক্ষিত বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।

বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, সড়কের একপাশ দখল করে উত্তরবঙ্গমুখী দূরপাল্লার বাসগুলো যাত্রীর আশায় দাঁড়িয়ে আছে। কাউন্টারগুলোতেও যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

এ ছাড়া বেশ কিছু মাইক্রোবাসও দেখা যায় যারা বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাত্রীদের ডাকছেন। বাইপাইলের চন্দ্রামুখী সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস ও বাসের কারণে কিছুটা যানজট চোখে পড়েছে।

শিল্প পুলিশ জানিয়েছে, আজ কিছু কিছু কারখানা ছুটি দিলেও বেশির ভাগ পোশাক কারখানা ছুটি দেবে ২৭ মার্চ ডিউটির পর থেকে। সাভার-আশুলিয়া ও ধামরাই অঞ্চলের কারখানাগুলোর মধ্যে ইতিমধ্যে প্রায় অর্ধেক কারখানাই শ্রমিকদের উৎসব ভাতা প্রদান করেছে।

নবীনগর থেকে পাটুরিয়াগামী মা-বাবার দোয়া নামে একটি বাসচালকের সহকারীকে পাটুরিয়ার ভাড়া ২০০ টাকা চাইতে দেখা গেছে। সাধারণত এ পথের ভাড়া ১২০ টাকা। সাধারণ সময়ের চেয়ে বাড়তি ভাড়া হলেও যাত্রীদের হুড়মুড়িয়ে উঠতে দেখা গেছে বাসটিতে। বাসের অন্য স্টাফের কাছে ভাড়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, ‘আসার সময় যাত্রী পাওয়া যাবে না, তাই খরচ পোষাতে বাধ্য হয়ে কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।’

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকা। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকা। ছবি: আজকের পত্রিকা

নবীনগরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সিহাব চৌধুরী বলেন, ‘পরিবারকে আগেই পাঠিয়ে দিয়েছি। আমি আজ একাই যাব। তাই আগে থেকে টিকিট কাটা হয়নি। এখন লোকাল বাসগুলোও পাটুরিয়া ঘাট পর্যন্ত যাচ্ছে। ভাড়া কিছুটা বেশি হলেও উপায় কি! আর এমন তো প্রতিবছরই হয়।’

সাভার হাইওয়ে পুলিশ জানায়, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এমনিতেই সড়কের উভয় পাশেই প্রচুর পরিমাণ পুলিশ দায়িত্ব পালন করছেন। এ ছাড়া যানজট হতে পারে এমন স্থানগুলোতে বিশেষভাবে মনিটরিং করা হচ্ছে।

সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করাসহ সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। কোথাও কোনো অভিযোগ পেলে সে অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হবে।’

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আজ ছোট ছোট কিছু কারখানা ছুটি দিয়েছে। তবে মূল চাপ হবে ২৭ মার্চ। কারণ, ওই দিন ডিউটির পর বেশির ভাগ কারখানা ছুটি হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভূমিকম্পে ধসে পড়ল ইরাবতী নদীতে নির্মিত ব্রিটিশ আমলের সেতু

জোরালো ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থলে মাত্রা ৭.৭

ফ্ল্যাট, প্লট, ঘের, খামার সবই আছে অপূর্বর

ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস ভারতে—বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা

পরকীয়ার জেরে খুন হচ্ছে স্বামী, ভয়ে নিজেই স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন যুবক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত