Ajker Patrika

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১১: ৪২
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (২৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু রেললাইনের মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই নারী রেললাইন দিয়ে হেঁটে রশিদ দেওহাটা গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বাওয়ার কুমারজানী গ্রামের বাসিন্দা ওয়াজ উদ্দিন ও নাসির মিয়া জানান, সকালে রেললাইন দিয়ে হাঁটছিলেন তাঁরা। ওই নারীকেও রেললাইন ধরে হাটতে দেখেন। তাঁর পরনে একটি ময়লাযুক্ত প্যান্ট ও টি-শার্ট ছিল। দেখে মনে হয়েছে মানসিকভাবে অপ্রকৃতিস্থ।

ওই দুই প্রত্যক্ষদর্শী জানান, ‘আমরা তাঁকে ছাড়িয়ে আনুমানিক দেড় শ গজ সামনে যেতেই পেছন থেকে দ্রুতগতির ট্রেন আসতে থাকে। আমরাসহ অন্যরা ট্রেন লাইন থেকে নিচে দাঁড়ালেও দূরে থাকা ওই নারী অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকেন। এ সময় দ্রুতগতির ওই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’

মির্জাপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। রেল পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত