Ajker Patrika

টঙ্গীতে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ০০
টঙ্গীতে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 

গাজীপুরের টঙ্গীতে ছাদ থেকে পড়ে বশির আহম্মেদ রিপন (৫৪) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রিপন ওই মার্কেট এলাকার মৃত হুমায়ন কবিরের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে নিজ বাড়ির পাঁচতলা ভবনের ছাদে ওঠেন বশির। এ সময় হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়। বশির মাদকদ্রব্য সেবন করতেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বশিরের ভাই রাসেল নবী বলেন, ‘আমার ভাই মাদক সেবন করতেন। তাঁকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। নিরাময় কেন্দ্র থেকে ফিরে এসে ফের মাদক সেবন করতেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন।’

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন বলেন, বশিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথার কিছুটা অংশ থেঁতলে গেছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরিবারের সদস্যদের ডেকেছি। তাঁরা লিখিত আবেদন করতে চাইছেন। সিদ্ধান্ত হলে বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত