টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ছাদ থেকে পড়ে বশির আহম্মেদ রিপন (৫৪) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রিপন ওই মার্কেট এলাকার মৃত হুমায়ন কবিরের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে নিজ বাড়ির পাঁচতলা ভবনের ছাদে ওঠেন বশির। এ সময় হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়। বশির মাদকদ্রব্য সেবন করতেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বশিরের ভাই রাসেল নবী বলেন, ‘আমার ভাই মাদক সেবন করতেন। তাঁকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। নিরাময় কেন্দ্র থেকে ফিরে এসে ফের মাদক সেবন করতেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন।’
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন বলেন, বশিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথার কিছুটা অংশ থেঁতলে গেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরিবারের সদস্যদের ডেকেছি। তাঁরা লিখিত আবেদন করতে চাইছেন। সিদ্ধান্ত হলে বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হতে পারে।’
গাজীপুরের টঙ্গীতে ছাদ থেকে পড়ে বশির আহম্মেদ রিপন (৫৪) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রিপন ওই মার্কেট এলাকার মৃত হুমায়ন কবিরের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে নিজ বাড়ির পাঁচতলা ভবনের ছাদে ওঠেন বশির। এ সময় হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়। বশির মাদকদ্রব্য সেবন করতেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বশিরের ভাই রাসেল নবী বলেন, ‘আমার ভাই মাদক সেবন করতেন। তাঁকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। নিরাময় কেন্দ্র থেকে ফিরে এসে ফের মাদক সেবন করতেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন।’
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন বলেন, বশিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথার কিছুটা অংশ থেঁতলে গেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরিবারের সদস্যদের ডেকেছি। তাঁরা লিখিত আবেদন করতে চাইছেন। সিদ্ধান্ত হলে বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হতে পারে।’
খুলনার তেরখাদা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেল করে বছরজুড়ে ধর্ষণের অভিযোগে মফিজ শেখ (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগেকচুগাছ কাটা নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও তাঁর মাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার রত্নপুর ইউনিয়নের দিঘীবালী গ্রামে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেরিজিয়ার স্বামী আব্দুল খালেক জানান, রাতের খাবার শেষে তিনি মসজিদে নামাজ পড়তে যান। এ সময় তাঁর স্ত্রী ঘরে একাই ছিলেন। নামাজ শেষে ঘরে ফিরে তিনি রিজিয়া বেগমকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পরে বুঝতে পারেন, দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে
৪৪ মিনিট আগেসিলেটে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ কর্মীকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে নগরের জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে