Ajker Patrika

ইজতেমায় মোনাজাতে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৯

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ৩২
ইজতেমায় মোনাজাতে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৯

গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীসহ ১১ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁরা আজ ইজতেমায় আখেরি মোনাজাতে অংশে নিতে ময়দানের দিকে যাচ্ছিলেন।

এ ঘটনায় নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ফিরোজ (৫০), জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), জাহিদ হাসান (৩৫), ইকবাল হোসেন (৫৫), নজরুল ইসলাম (৫০), আনিসুর রহমান ৪২), বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। ওসি বলেন, আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে অটোরিকশাযোগে ওই দুই মুসল্লি ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অন্তত ১১ জন আহত হন। তাঁদের মধ্যে ৯ জনের নাম পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহত দুজনের নাম-পরিচয় বা তাঁদের আত্মীয়স্বজনের খোঁজ পাওয়া যায়নি।’ পুলিশ গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত