নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত র্যালিতে মারামারির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের মিশনপাড়া ও নারায়ণগঞ্জ ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। নেতার পাশে দাঁড়ানো নিয়ে যুবদলের দুই পক্ষ বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারামারিতে জড়ায়।
এ ঘটনায় মাসুম নামের যুবদলের একজন কর্মী রক্তাক্ত জখম হয়েছেন। আহত মাসুম বিএনপি নেতা হাসান আহম্মেদের সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের মিশনপাড়ায় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ চলছিল। এ সময় বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহর নেতৃত্বে একটি মিছিল আসে সমাবেশস্থলে। তাঁর অনুসারীরা আগে দাঁড়িয়ে থাকা নেতাদের সরিয়ে জায়গা দখলে নেয়। পরে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্যসচিব শাহেদ আহম্মেদের নেতৃত্বে মিছিল এলে তারাও শাহেন শাহর লোকদের সরিয়ে দেয়। এ নিয়ে যুবদলের নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান সবাইকে নিবৃত্ত করেন।
পরবর্তী সময়ে র্যালি শুরু হওয়ার পর শহরের বিবি রোডের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের কাছে পৌঁছালে যুবদলের কিছু সমর্থক যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফকে ধাক্কা দেয়। এ সময় জোসেফের অনুসারীরা তাঁদের মারধর করে। তাতে মাসুম নামের এক কর্মীর নাক ফেটে গিয়ে রক্তাক্ত জখম হয়। পরে সাখাওয়াত হোসেন খানসহ সিনিয়র নেতারা আহত মাসুমকে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
এ বিষয়ে মহানগর যুবদল নেতা মাজাহারুল ইসলাম জোসেফ বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সামনের দিকে ছিলাম। পেছনের দিকে দাঁড়ানো নিয়ে শহরের কিছু যুবদল নেতা–কর্মীর সঙ্গে বন্দরের কিছু যুবদল নেতা-কর্মীর মধ্যে বাগ্বিতণ্ডার জেরে মারামারির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি আমরা সমাধান করে দিয়েছি।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত র্যালিতে মারামারির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের মিশনপাড়া ও নারায়ণগঞ্জ ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। নেতার পাশে দাঁড়ানো নিয়ে যুবদলের দুই পক্ষ বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারামারিতে জড়ায়।
এ ঘটনায় মাসুম নামের যুবদলের একজন কর্মী রক্তাক্ত জখম হয়েছেন। আহত মাসুম বিএনপি নেতা হাসান আহম্মেদের সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের মিশনপাড়ায় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ চলছিল। এ সময় বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহর নেতৃত্বে একটি মিছিল আসে সমাবেশস্থলে। তাঁর অনুসারীরা আগে দাঁড়িয়ে থাকা নেতাদের সরিয়ে জায়গা দখলে নেয়। পরে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্যসচিব শাহেদ আহম্মেদের নেতৃত্বে মিছিল এলে তারাও শাহেন শাহর লোকদের সরিয়ে দেয়। এ নিয়ে যুবদলের নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান সবাইকে নিবৃত্ত করেন।
পরবর্তী সময়ে র্যালি শুরু হওয়ার পর শহরের বিবি রোডের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের কাছে পৌঁছালে যুবদলের কিছু সমর্থক যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফকে ধাক্কা দেয়। এ সময় জোসেফের অনুসারীরা তাঁদের মারধর করে। তাতে মাসুম নামের এক কর্মীর নাক ফেটে গিয়ে রক্তাক্ত জখম হয়। পরে সাখাওয়াত হোসেন খানসহ সিনিয়র নেতারা আহত মাসুমকে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
এ বিষয়ে মহানগর যুবদল নেতা মাজাহারুল ইসলাম জোসেফ বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সামনের দিকে ছিলাম। পেছনের দিকে দাঁড়ানো নিয়ে শহরের কিছু যুবদল নেতা–কর্মীর সঙ্গে বন্দরের কিছু যুবদল নেতা-কর্মীর মধ্যে বাগ্বিতণ্ডার জেরে মারামারির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি আমরা সমাধান করে দিয়েছি।’
পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা
৮ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ দিয়েছে সরকার। আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে প্রো-ভিসি এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে ট্রেজারার পদে চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।
১০ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) গাড়ির ধাক্কায় নাজমুল ইসলাম (৩৫) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ বড়ভিটা বাজার এলাকার ফয়সাল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেএক্সসারপট: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত সাড়ে ১৫ বছর দেশটি খুন, ক্রসফায়ার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ভরে গেছে। দুজন সাবেক আমিরসহ জামায়াতের ১১ জন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ মানুষের ওপর জুলুম করতে পারবে না।
৩৫ মিনিট আগে