নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার আসামি শাফায়েত হোসেন শিপনকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব। আজ বুধবার বেলা ১১টায় সাংবাদিকদের উপস্থিতিতে র্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে শহরের আল্লামা ইকবাল রোডে অবস্থিত আজমেরী ওসমানের টর্চার সেল এবং শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল এলাকা ঘুরে দেখেন। টর্চার সেলটি বর্তমানে বহুতল ভবনে পরিণত হয়েছে।
পরিদর্শন শেষে র্যাব সিও তানভীর মাহমুদ পাশা বলেন, ‘মামলায় নতুন করে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকিদের জিজ্ঞাসাবাদ করেও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। আজমেরী ওসমানের উইনার ফ্যাশনটি এখন আর নেই। সেখানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ত্বকীকে অপহরণ, নির্যাতন এবং লাশ ফেলে স্থান তদন্তের স্বার্থে আজ পরিদর্শন করা হয়েছে।’
আসামি শিপনকে সঙ্গে আনার বিষয়ে বলেন, ‘রিমান্ডে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। তাকে সঙ্গে নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার দেওয়া বেশ কিছু তথ্য আমরা পরিদর্শনে মিল পেয়েছি। যেহেতু আগের তদন্তকারী কর্মকর্তারা এখন নেই। নতুন তদন্ত কর্মকর্তার হাতে দায়িত্ব ন্যস্ত। তাই নতুন করে ঘটনাস্থল দেখা হয়েছে। স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী, দোকানি সবার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারব।’
ত্বকী হত্যায় অভিযুক্ত আসামি আজমেরী ওসমান নারায়ণগঞ্জের সাবেক প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা। ত্বকী হত্যায় যাদের নাম উঠে এসেছে তাঁরা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ। প্রায় সাড়ে ১১ বছর পর আসামিদের গ্রেপ্তার করার মধ্যে দিয়ে গতি পেয়েছে আলোচিত এই মামলাটি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, মেজর অনাবিল ইমাম, মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন ও র্যাব-১১–এর মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়া।
নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার আসামি শাফায়েত হোসেন শিপনকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব। আজ বুধবার বেলা ১১টায় সাংবাদিকদের উপস্থিতিতে র্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে শহরের আল্লামা ইকবাল রোডে অবস্থিত আজমেরী ওসমানের টর্চার সেল এবং শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল এলাকা ঘুরে দেখেন। টর্চার সেলটি বর্তমানে বহুতল ভবনে পরিণত হয়েছে।
পরিদর্শন শেষে র্যাব সিও তানভীর মাহমুদ পাশা বলেন, ‘মামলায় নতুন করে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকিদের জিজ্ঞাসাবাদ করেও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। আজমেরী ওসমানের উইনার ফ্যাশনটি এখন আর নেই। সেখানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ত্বকীকে অপহরণ, নির্যাতন এবং লাশ ফেলে স্থান তদন্তের স্বার্থে আজ পরিদর্শন করা হয়েছে।’
আসামি শিপনকে সঙ্গে আনার বিষয়ে বলেন, ‘রিমান্ডে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। তাকে সঙ্গে নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার দেওয়া বেশ কিছু তথ্য আমরা পরিদর্শনে মিল পেয়েছি। যেহেতু আগের তদন্তকারী কর্মকর্তারা এখন নেই। নতুন তদন্ত কর্মকর্তার হাতে দায়িত্ব ন্যস্ত। তাই নতুন করে ঘটনাস্থল দেখা হয়েছে। স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী, দোকানি সবার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারব।’
ত্বকী হত্যায় অভিযুক্ত আসামি আজমেরী ওসমান নারায়ণগঞ্জের সাবেক প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা। ত্বকী হত্যায় যাদের নাম উঠে এসেছে তাঁরা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ। প্রায় সাড়ে ১১ বছর পর আসামিদের গ্রেপ্তার করার মধ্যে দিয়ে গতি পেয়েছে আলোচিত এই মামলাটি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, মেজর অনাবিল ইমাম, মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন ও র্যাব-১১–এর মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়া।
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
১৪ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
২৫ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, ‘আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, “আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।” এই এনওসিতে তিনি...
১ ঘণ্টা আগে