নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার আসামি শাফায়েত হোসেন শিপনকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব। আজ বুধবার বেলা ১১টায় সাংবাদিকদের উপস্থিতিতে র্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে শহরের আল্লামা ইকবাল রোডে অবস্থিত আজমেরী ওসমানের টর্চার সেল এবং শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল এলাকা ঘুরে দেখেন। টর্চার সেলটি বর্তমানে বহুতল ভবনে পরিণত হয়েছে।
পরিদর্শন শেষে র্যাব সিও তানভীর মাহমুদ পাশা বলেন, ‘মামলায় নতুন করে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকিদের জিজ্ঞাসাবাদ করেও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। আজমেরী ওসমানের উইনার ফ্যাশনটি এখন আর নেই। সেখানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ত্বকীকে অপহরণ, নির্যাতন এবং লাশ ফেলে স্থান তদন্তের স্বার্থে আজ পরিদর্শন করা হয়েছে।’
আসামি শিপনকে সঙ্গে আনার বিষয়ে বলেন, ‘রিমান্ডে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। তাকে সঙ্গে নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার দেওয়া বেশ কিছু তথ্য আমরা পরিদর্শনে মিল পেয়েছি। যেহেতু আগের তদন্তকারী কর্মকর্তারা এখন নেই। নতুন তদন্ত কর্মকর্তার হাতে দায়িত্ব ন্যস্ত। তাই নতুন করে ঘটনাস্থল দেখা হয়েছে। স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী, দোকানি সবার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারব।’
ত্বকী হত্যায় অভিযুক্ত আসামি আজমেরী ওসমান নারায়ণগঞ্জের সাবেক প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা। ত্বকী হত্যায় যাদের নাম উঠে এসেছে তাঁরা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ। প্রায় সাড়ে ১১ বছর পর আসামিদের গ্রেপ্তার করার মধ্যে দিয়ে গতি পেয়েছে আলোচিত এই মামলাটি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, মেজর অনাবিল ইমাম, মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন ও র্যাব-১১–এর মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়া।
নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার আসামি শাফায়েত হোসেন শিপনকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব। আজ বুধবার বেলা ১১টায় সাংবাদিকদের উপস্থিতিতে র্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে শহরের আল্লামা ইকবাল রোডে অবস্থিত আজমেরী ওসমানের টর্চার সেল এবং শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল এলাকা ঘুরে দেখেন। টর্চার সেলটি বর্তমানে বহুতল ভবনে পরিণত হয়েছে।
পরিদর্শন শেষে র্যাব সিও তানভীর মাহমুদ পাশা বলেন, ‘মামলায় নতুন করে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকিদের জিজ্ঞাসাবাদ করেও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। আজমেরী ওসমানের উইনার ফ্যাশনটি এখন আর নেই। সেখানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ত্বকীকে অপহরণ, নির্যাতন এবং লাশ ফেলে স্থান তদন্তের স্বার্থে আজ পরিদর্শন করা হয়েছে।’
আসামি শিপনকে সঙ্গে আনার বিষয়ে বলেন, ‘রিমান্ডে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। তাকে সঙ্গে নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার দেওয়া বেশ কিছু তথ্য আমরা পরিদর্শনে মিল পেয়েছি। যেহেতু আগের তদন্তকারী কর্মকর্তারা এখন নেই। নতুন তদন্ত কর্মকর্তার হাতে দায়িত্ব ন্যস্ত। তাই নতুন করে ঘটনাস্থল দেখা হয়েছে। স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী, দোকানি সবার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারব।’
ত্বকী হত্যায় অভিযুক্ত আসামি আজমেরী ওসমান নারায়ণগঞ্জের সাবেক প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা। ত্বকী হত্যায় যাদের নাম উঠে এসেছে তাঁরা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ। প্রায় সাড়ে ১১ বছর পর আসামিদের গ্রেপ্তার করার মধ্যে দিয়ে গতি পেয়েছে আলোচিত এই মামলাটি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, মেজর অনাবিল ইমাম, মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন ও র্যাব-১১–এর মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
১ মিনিট আগেনুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
২৬ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগে