টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে দেবর ও ভাবির মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার বৌলতলী ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সকাল পৌনে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মৃতরা হলেন দক্ষিণ চারিগাঁও গ্রামের শুভর স্ত্রী ও জাঙ্গালিয়া গ্রামের নূর ইসলামের মেয়ে নাসরিন (২৩) ও দেবর দক্ষিণ চারিগাঁও গ্রামের ইউনুস শেখের পুত্র ইমরান শেখ (২৫)।
এ তথ্য নিশ্চিত করেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন।
আব্দুল মতিন বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পাই। নূর ইসলাম খানের বাড়িটি বিলের মধ্যে, নৌকা দিয়ে তাঁর বাসায় যেতে হয়। পরে উদ্ধার তৎপরতা চালাই। এ ঘটনায় নাসরিন ও ইমরান শেখ দুজন ঘটনাস্থলে মারা যান। টিনের দোচালা ঘর পুড়ে যায়। এতে প্রায় ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
মৃত নাসরিনের বাবা নূর ইসলাম খান বলেন, ‘আমার মেয়ে, জামাই শুভ ও দেবর ইমরান বেশ কিছুদিন আগে বেড়াতে আসে। আজ সকালে শুভ তার ব্যবসার কাজে ঢাকায় যায়। মেয়ে ও তার দেবর বাসায় ছিল। হঠাৎ সকাল সাড়ে ৮টার দিকে ঘরে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে কল করি। ফায়ার সার্ভিস আসার আগেই ঘরসহ আমার মেয়ে ও তার দেবর পুড়ে মারা যায়।’
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল আউয়াল বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। একই সঙ্গে পুড়ে যাওয়া ঘর পুনর্বাসনের জন্য আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে দেবর ও ভাবির মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার বৌলতলী ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সকাল পৌনে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মৃতরা হলেন দক্ষিণ চারিগাঁও গ্রামের শুভর স্ত্রী ও জাঙ্গালিয়া গ্রামের নূর ইসলামের মেয়ে নাসরিন (২৩) ও দেবর দক্ষিণ চারিগাঁও গ্রামের ইউনুস শেখের পুত্র ইমরান শেখ (২৫)।
এ তথ্য নিশ্চিত করেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন।
আব্দুল মতিন বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পাই। নূর ইসলাম খানের বাড়িটি বিলের মধ্যে, নৌকা দিয়ে তাঁর বাসায় যেতে হয়। পরে উদ্ধার তৎপরতা চালাই। এ ঘটনায় নাসরিন ও ইমরান শেখ দুজন ঘটনাস্থলে মারা যান। টিনের দোচালা ঘর পুড়ে যায়। এতে প্রায় ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
মৃত নাসরিনের বাবা নূর ইসলাম খান বলেন, ‘আমার মেয়ে, জামাই শুভ ও দেবর ইমরান বেশ কিছুদিন আগে বেড়াতে আসে। আজ সকালে শুভ তার ব্যবসার কাজে ঢাকায় যায়। মেয়ে ও তার দেবর বাসায় ছিল। হঠাৎ সকাল সাড়ে ৮টার দিকে ঘরে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে কল করি। ফায়ার সার্ভিস আসার আগেই ঘরসহ আমার মেয়ে ও তার দেবর পুড়ে মারা যায়।’
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল আউয়াল বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। একই সঙ্গে পুড়ে যাওয়া ঘর পুনর্বাসনের জন্য আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩৫ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩৯ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে