Ajker Patrika

বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘিওর উপজেলা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘিওর উপজেলা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে মানিকগঞ্জ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঘিওরের মেয়েরা। সাত উপজেলা দলের মধ্যে আজ শনিবার বিকেলে ফাইনালে মুখোমুখি হয় হরিরামপুর উপজেলা বনাম ঘিওর উপজেলা। ফাইনালে হরিরামপুর উপজেলা দলকে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঘিওর উপজেলা। 

গতকাল শনিবার সন্ধ্যায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে চ্যাম্পিয়ন, রানার আপ ও সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। 

প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই টুর্নামেন্ট থেকেই তৃণমূল থেকে অনেক খেলোয়াড় আজ জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে। বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুযোগটি করে দিয়েছেন বলেই অজপাড়াগাঁয়ের ছেলেমেয়েরাও খেলাধুলায় আগ্রহী হচ্ছে।’ 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুদেব সাহা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আখতারুজ্জামান রেজা তালুকদার প্রমুখ। 

এছাড়া বিজয়ী দলের কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন-ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হামিদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজল, শেখ ফরিদ, নুরে আলম সিদ্দিকী, হাবিব খান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত