টাঙ্গাইলে পুকুর সংস্কার করতে গিয়ে মিলল গ্রেনেড

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৪, ১৩: ০৪
Thumbnail image

টাঙ্গাইলের মির্জাপুরে একটি পুকুর সংস্কার করতে গিয়ে পুকুরপাড়ের মাটি খুঁড়ে পাওয়া গেছে একটি গ্রেনেড। খবর পেয়ে গতকাল সোমবার রাতে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়পুর গ্রামের দেলোয়ার হোসেনের পুকুর পাড় থেকে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। 

এদিকে গ্রেনেড পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করলে স্থানীয় লোকজন তা দেখার জন্য ভিড় জামায়। 

পুলিশ জানায়, ৯৯৯-এ ফোন কলের মাধ্যমে তারা জানতে পারে দেলোয়ার হোসেন নামের ওই ব্যক্তির পুকুরপাড়ে গ্রেনেডটি পাওয়া গেছে। গ্রেনেডটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালের হতে পারে বলে তাদের ধারণা। 

মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেস, ৯৯৯-এ কল পেয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। তবে অনেক দিনের পুরোনো হওয়ায় এর কার্যক্ষমতা নেই বলে জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত