গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর পৌরসভার সিঅ্যান্ডবি বাজারে এই ঘটনা ঘটে। এ সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকানপাট। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ জানানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন, মানিক (৫৫), নূরুল আমিন (৪৩), আলফাতুন (৩৮), আফতাবউদ্দিন (৪৮), সাব্বির হোসেন (২৫), সোহান (২২), শুভ (২৮) ও আজমল হোসেন সাব্বির (২৬)।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, বাজার ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের কারণে গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
আহত আফতাবউদ্দিন অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ শাকিলের সঙ্গে সিঅ্যান্ডবি বাজার নিয়ে বিরোধ রয়েছে। অভিযুক্তরা বাজারের ব্যবসায়ীদের নির্যাতন করে থাকে। প্রতিবাদ করায় শাকিল তার ভাড়াটে বাহিনী নিয়ে হামলা চালায়। এ সময় আমাদের চারজনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
শাকিল অভিযোগ করে বলেন, ‘আমি সিঅ্যান্ডবি বাজারের বৈধ ইজারাদার। তারা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি এ বিষয়ে পৌরসভা ও ইউএনও অফিসে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তারা আমার ছোট ভাই সনিকে আটকে রাখে। তাকে উদ্ধার করতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। এ সময় দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চারজনকে গুরুতর আহত করে। ছয়টি দোকান ভাঙচুর করে কয়েক লাখ টাকার ক্ষতি করে। মহাসড়কে ফেলে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। রাতে এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর পৌরসভার সিঅ্যান্ডবি বাজারে এই ঘটনা ঘটে। এ সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকানপাট। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ জানানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন, মানিক (৫৫), নূরুল আমিন (৪৩), আলফাতুন (৩৮), আফতাবউদ্দিন (৪৮), সাব্বির হোসেন (২৫), সোহান (২২), শুভ (২৮) ও আজমল হোসেন সাব্বির (২৬)।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, বাজার ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের কারণে গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
আহত আফতাবউদ্দিন অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ শাকিলের সঙ্গে সিঅ্যান্ডবি বাজার নিয়ে বিরোধ রয়েছে। অভিযুক্তরা বাজারের ব্যবসায়ীদের নির্যাতন করে থাকে। প্রতিবাদ করায় শাকিল তার ভাড়াটে বাহিনী নিয়ে হামলা চালায়। এ সময় আমাদের চারজনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
শাকিল অভিযোগ করে বলেন, ‘আমি সিঅ্যান্ডবি বাজারের বৈধ ইজারাদার। তারা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি এ বিষয়ে পৌরসভা ও ইউএনও অফিসে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তারা আমার ছোট ভাই সনিকে আটকে রাখে। তাকে উদ্ধার করতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। এ সময় দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চারজনকে গুরুতর আহত করে। ছয়টি দোকান ভাঙচুর করে কয়েক লাখ টাকার ক্ষতি করে। মহাসড়কে ফেলে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। রাতে এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
‘মেয়ে অরিত্রিকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিলেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা। মেয়ে হারানোর ব্যথা নিয়ে ছয়টি বছর কাটালাম। বিচারের জন্য আর কত অপেক্ষা করতে হবে?’ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির মেধাবী ছাত্রী অরিত্রীর বাবা দিলীপ অধিকারী এই প্রশ্ন রাখেন সংবাদ সম্মেলনে।
১ ঘণ্টা আগেফেনীতে জুলাই বিপ্লবে হতাহতদের স্মরণে আলোচনা সভা করেছে জেলা রিপোর্টার্স ইউনিটি। আজ বুধবার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগেঅ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সাংবাদিক কিংবা অন্য যে কেউ জড়িত থাকুক না কেন আইন অনুযায়ী বিচার হবে। মনে রাখা দরকার সাংবাদিকদের হাত লম্বা কিন্তু আইনের হাত আরও লম্বা এবং রাষ্ট্রের হাত আরও লম্বা।
২ ঘণ্টা আগেগণতান্ত্রিক অধিকার কমিটির কেন্দ্রীয় নেতা অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘ভারতের পতাকার ওপর দিয়ে হেঁটে গিয়ে নিজের মধ্যে একটা আনন্দ হতে পারে। কিন্তু এটা যারা করছে, তারা বাংলাদেশেরই বড় ধরনের ক্ষতি করছে। এতে ভারতের ক্ষতি হচ্ছে না, বরং ভারতের যারা বাংলাদেশবিরোধী চক্রান্ত করছে—তাদের জন্য একটি নতুন পুঁজি সরব
৩ ঘণ্টা আগে