আইভীর সঙ্গে জাপানের ৮ সদস্যের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২১
Thumbnail image

জাপানের হাউস অব কাউন্সিলর মিস্টার নাকানিশির নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের মধ্যে ছিলেন জাপানের তিনজন সংসদ সদস্য। তাঁরা হলেন হাউস অব কাউন্সিলরের সাধারণ পরিচালক নাকানিশি ইউসুকে, শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক পরিচালক ইমাই এরিকো এবং দুর্যোগবিষয়ক চেয়ারম্যান মিউরা নোবুহিরো।

আজ মঙ্গলবার মেয়রের কার্যালয়ে এ সাক্ষাৎ শেষে জাইকার অর্থায়নে নির্মিত সিদ্ধিরগঞ্জ লেক এবং আড়াইহাজার উপজেলায় নির্মাণাধীন ইকোনমিক জোন পরিদর্শন করেন তাঁরা।

প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে মেয়র আইভী গণমাধ্যমকে বলেন, জাইকার অর্থায়নে বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে, সেগুলো পরিদর্শন করতে তাঁরা আজ এসেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নারায়ণগঞ্জ শহর পরিদর্শন করেছেন তাঁরা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কোন ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং কোন কোন কাজ ভবিষ্যতের জন্য ভালো হবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই তাদের আসা। আমরা আশা রাখি জাপান সরকার আমাদের উন্নয়নে সহযোগিতা করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর হাউসের সাধারণ বিষয়ক কমিটির প্রধান গবেষক মিনাগাওয়া কেনিচি, সহকারী পরিচালক নিশিও মাসুমি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি, ফার্স্ট সেক্রেটারি আজুমায়া কেনজি, নাসিকের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত