টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত কাওয়ালি অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে টঙ্গী সরকারি কলেজে কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
হামলায় টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রাতেই গুরুতর আহতরা টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে দুজন বাড়িতে ফিরেছেন। বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলায় গুরুতর আহতরা হলেন শাওন, রাসেল মাহমুদ, রিফাত, আব্দুল রিফাত, মাহমুদুর রহমান ও পারভেজ হোসেন।
হামলায় জড়িত থাকার অভিযোগে রাতেই দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন টঙ্গীর আলহামরা গার্ডেন এলাকার জালাল উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন সাদিক (২১) ও খাঁপাড়া এলাকার মো. এনামূল হকের ছেলে মামুন মিয়া (১৭)। তাঁরা টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
কাওয়ালি অনুষ্ঠানের আয়োজকদের একজন পারভেজ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দ্রোহের গান ও কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় ওই এলাকার ৩০ থেকে ৪০ জন ছাত্রলীগের কর্মী দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অনুষ্ঠানের আয়োজকদের ওপর হামলা চালায়। এতে ৬ জন গুরুতরসহ আরও ১০ জন আহত হন।
পরে রাত ১০টার দিকে অনুষ্ঠানের আয়োজকদের অন্যতম পারভেজ হোসেন বাদী হয়ে ৪০ জনকে অভিযুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দেন।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, দুজনকে আটক করা হয়েছে। মামলা রেকর্ডের পর ওই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত কাওয়ালি অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে টঙ্গী সরকারি কলেজে কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
হামলায় টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রাতেই গুরুতর আহতরা টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে দুজন বাড়িতে ফিরেছেন। বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলায় গুরুতর আহতরা হলেন শাওন, রাসেল মাহমুদ, রিফাত, আব্দুল রিফাত, মাহমুদুর রহমান ও পারভেজ হোসেন।
হামলায় জড়িত থাকার অভিযোগে রাতেই দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন টঙ্গীর আলহামরা গার্ডেন এলাকার জালাল উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন সাদিক (২১) ও খাঁপাড়া এলাকার মো. এনামূল হকের ছেলে মামুন মিয়া (১৭)। তাঁরা টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
কাওয়ালি অনুষ্ঠানের আয়োজকদের একজন পারভেজ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দ্রোহের গান ও কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় ওই এলাকার ৩০ থেকে ৪০ জন ছাত্রলীগের কর্মী দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অনুষ্ঠানের আয়োজকদের ওপর হামলা চালায়। এতে ৬ জন গুরুতরসহ আরও ১০ জন আহত হন।
পরে রাত ১০টার দিকে অনুষ্ঠানের আয়োজকদের অন্যতম পারভেজ হোসেন বাদী হয়ে ৪০ জনকে অভিযুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দেন।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, দুজনকে আটক করা হয়েছে। মামলা রেকর্ডের পর ওই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
১ সেকেন্ড আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৩ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
৮ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে, সিলেট বিভাগের ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম। গবেষণাটি ওই বিভাগের শিশুদের অপুষ্টির চিত্র বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলো চিহ্নিত করেছে।
১২ মিনিট আগে