টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধ ছাত্র-ছাত্রীরা সরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ‘আমরা বৃষ্টিতে ভিজে সড়কে অবস্থান নিয়েছি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১১ বছর ধরে বিআরটি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের কাজ চলমান এমন কারণ দেখিয়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। সেই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়নি। আমরা চার দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছি।’
তারা আরও জানান, দাবি মেনে না নেওয়া হলে আগামী রোববার আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হবে।
জানা গেছে, টঙ্গীর কলেজ গেট এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৫ হাজারেরও বেশি ছাত্র–ছাত্রী প্রতিদিন সড়ক পারাপার হতে হয়। দীর্ঘদিন যাবৎ সড়ক পারাপারে ওই স্থানটিতে ফুটওভার ব্রিজ স্থাপন কিংবা জেব্রা ক্রসিংয়ের দাবি জানিয়ে আসলেও বিষয়টিতে নজর দেয়নি কর্তৃপক্ষ।
ওই স্থানে সড়ক পারাপার কিংবা গণপরিবহনে উঠতে গিয়ে গত ১০ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার ওই স্থানে রাজধানীর তিতুমীর সরকারি কলেজের শিক্ষার্থী সুহাদ মাহমুদ ফাহিম নিহত হন। এরই প্রতিবাদে শুক্রবার সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে সড়ক থেকে ছাত্রছাত্রীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। পরে তাদের অনুরোধ জানালে ছাত্র-ছাত্রীরা সড়ক থেকে সরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।’
নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধ ছাত্র-ছাত্রীরা সরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ‘আমরা বৃষ্টিতে ভিজে সড়কে অবস্থান নিয়েছি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১১ বছর ধরে বিআরটি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের কাজ চলমান এমন কারণ দেখিয়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। সেই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়নি। আমরা চার দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছি।’
তারা আরও জানান, দাবি মেনে না নেওয়া হলে আগামী রোববার আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হবে।
জানা গেছে, টঙ্গীর কলেজ গেট এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৫ হাজারেরও বেশি ছাত্র–ছাত্রী প্রতিদিন সড়ক পারাপার হতে হয়। দীর্ঘদিন যাবৎ সড়ক পারাপারে ওই স্থানটিতে ফুটওভার ব্রিজ স্থাপন কিংবা জেব্রা ক্রসিংয়ের দাবি জানিয়ে আসলেও বিষয়টিতে নজর দেয়নি কর্তৃপক্ষ।
ওই স্থানে সড়ক পারাপার কিংবা গণপরিবহনে উঠতে গিয়ে গত ১০ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার ওই স্থানে রাজধানীর তিতুমীর সরকারি কলেজের শিক্ষার্থী সুহাদ মাহমুদ ফাহিম নিহত হন। এরই প্রতিবাদে শুক্রবার সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে সড়ক থেকে ছাত্রছাত্রীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। পরে তাদের অনুরোধ জানালে ছাত্র-ছাত্রীরা সড়ক থেকে সরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।’
চট্টগ্রামে দুই কোম্পানির কাছ থেকে ৬০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমিলা জামানসহ কয়েকজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলা দুটি
৬ মিনিট আগেরংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। গতকাল সোমবার সংগঠনের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান ও সদস্যসচিব মনোয়ার হোসেন লিটন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে ঘটনার নিন্দা জানানো হয়।
২৪ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার খেলায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন খেলোয়াড় আহত হন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৪ মিনিট আগেসৌদি আরবের রিয়াদে ফেনীর পরশুরামের প্রবাসী যুবক আবদুস সালাম ভূঁইয়া সজীবকে (২৮) অপহরণ করেছে দুর্বৃত্তরা। লোহার শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। সজীব উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।
৩৮ মিনিট আগে