Ajker Patrika

টঙ্গীতে ট্রাকে ট্রেনের ধাক্কার ঘটনায় আহত অটোরিকশাচালকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ৩৮
টঙ্গীতে ট্রাকে ট্রেনের ধাক্কার ঘটনায় আহত অটোরিকশাচালকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে রেললাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ট্রেন ধাক্কা দেওয়ার ঘটনায় আহত রিকশাচালক নবীনের (১৮) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১১টা ৪৫ মিনিটে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবীনকে মৃত ঘোষণা করেন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা বিষয়টি নিশ্চিত করেন। 

নবীন নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ধলা গ্রামের দুদু মিয়ার ছেলে। টঙ্গীর মধুমিতা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কুড়িগ্রামের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস নামের ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে মধুমিতা রেলক্রসিং এলাকায় পৌঁছালে গাজীপুর সিটি করপোরেশনের ময়লা আবর্জনা পরিষ্কারে কাজ করা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ট্রাকটি উল্টে গিয়ে রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ওপর পড়ে। এ সময় অটোরিকশাচালক নবীনের ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত নবীনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা বলেন, আহত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত