Ajker Patrika

ঘিওরে নজর কাড়ছে আর্জেন্টিনা সেতু 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঘিওরে নজর কাড়ছে আর্জেন্টিনা সেতু 

বিশ্বকাপ আসরে নিজেদের দল প্রথম ম্যাচে হেরে গেলেও আশাবাদী ভক্তদের উন্মাদনার শেষ নেই। অনেকেই প্রিয় দলকে সমর্থন জানিয়ে ছাদে পতাকা, রাস্তা ঘাটে ফেস্টুন—ব্যানার, কিংবা নিজের বাড়িটিই প্রিয় দলের পতাকার রঙে আঁকিয়ে তুলেছেন। ঘিওরে ঘটেছে কিছুটা ব্যতিক্রম ঘটনা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী এলাকায় আর্জেন্টিনার পতাকার রঙে পুরো সেতু রাঙিয়েছেন ভক্তরা। 

উপজেলার বালিয়াখোড়া-সিংজুরী সড়কে আশাপুরে একটি সেতুর পুরোটা রাঙানো হয়েছে আর্জেন্টিনার পতাকার রঙে। এলাকায় এখন এটি আর্জেন্টিনা সেতু নামে পরিচিত হয়ে উঠেছে। 

পুরো সেতুটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন আর্জেন্টিনা সমর্থক ফোরামের সদস্যরা। ছবি: আজকের পত্রিকাগতকাল শুক্রবার বিকেলে শুরু করে সেতু রাঙানোর কাজ শেষ হয় আজ শনিবার সকালে। এই পাগলামি নজর কেড়েছে ফুটবল ভক্তদের। এই সেতুতে দাঁড়িয়ে আর্জেন্টাইন ভক্তদের ছবি তোলার হিড়িক পড়েছে। 

স্থানীয় সিংজুরী-আশাপুর এলাকায় গঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থক ফোরাম। তাঁদের আয়োজনেই এই সেতু রাঙানো হয়েছে। সমর্থক ফোরামের সভাপতি সংবাদকর্মী মো. শরীফুল ইসলাম বলেন, ‘আমি ছোট থেকেই প্রিয় ফুটবল দল আর্জেন্টিনাকে ভালোবাসি। এলাকার আর্জেন্টিনা সমর্থক ভাই বন্ধুদের সঙ্গে নিয়ে আর্জেন্টিনা পতাকার রঙে সেতুটিকে সাজাতে পেরে আমার খুবই ভালো লাগছে। ৬০ ফুট দৈর্ঘ্যের এই সেতুর দুপাশে রং করতে খরচ হয়েছে ১৫ হাজার টাকা।’ 

পুরো সেতুটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন আর্জেন্টিনা সমর্থক ফোরামের সদস্যরা। ছবি: আজকের পত্রিকাআর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক শাকিল ও আরজু বলেন, এলাকায় আর্জেন্টিনার পতাকার আদলে সেতুটিকে রাঙানোর কারণে অনেক ভালো লাগছে। প্রিয় দল আর্জেন্টিনা এবার বিশ্বকাপ ট্রফি জয়ী হবে বলে আশা তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত