Ajker Patrika

কোটি টাকার আইসসহ গ্রেপ্তার সংগীতশিল্পী রেবেল ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২১: ৪৯
কোটি টাকার আইসসহ গ্রেপ্তার সংগীতশিল্পী রেবেল ২ দিনের রিমান্ডে

কোটি টাকার মাদক আইসসহ গ্রেপ্তার উচ্চারণ ব্যান্ডের সংগীতশিল্পী এনামুল কবির ওরফে রেবেলকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ এই রিমান্ড মঞ্জুর করেন। 

বিকেলে রেবেলকে আদালতে হাজির করে পুলিশ। একই সঙ্গে তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই জহুরুল ইসলাম। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের প্রসিকিউশন দপ্তরের রামপুরা থানা সাধারণ নিবন্ধন কার্যালয় থেকে বিষয়টি জানা গেছে। 

এর আগে আজ সকালে রামপুরা থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে এক কেজি আইস জব্দ করা হয়। যার বাজারমূল্য এক কোটি টাকা। 

মালিবাগ মাটির মসজিদ এলাকা থেকে রেবেলকে আটকের পর তাঁর কাছ থেকে এই মাদক জব্দ করা হয়। রেবেল জনপ্রিয় পপতারকা আজম খানের দলের সদস্য ছিলেন। 

এ ঘটনায় রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ। 

রিমান্ড আবেদনে বলা হয়েছে, সংগীতচর্চার আড়ালে এই আসামি মাদকের কারবার করেন। ভয়াবহ মাদক আইস বা ক্রিস্টাল ম্যাথ তিনি কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় কোথায় সরবরাহ করেন—তা জানার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত