কিশোরগঞ্জ বিএনপির সভাপতি শরীফুলসহ ৫ জনকে গ্রেপ্তারের অভিযোগ, ভৈরবে কাল হরতাল

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৩: ২৩
Thumbnail image

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে ভৈরব উপজেলার কমলপুর থেকে তাঁকেসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, শনিবার ভোর ৩টার দিকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ভৈরব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমলাপুরে মাজহারুল ইসলামের বাসা ঘেরাও করে। পরে সকাল সাড়ে ৬টার দিকে শরীফুল আলমসহ পাঁচজনকে গ্রেপ্তার করে গাড়িতে করে নিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ছাড়াও আছেন ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল হক ও নূরুজ্জামান, শরীফুল আলমের ব্যক্তিগত গাড়িচালক রতন মিয়া ও যে বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় সেই বাসার মালিক মাজহারুল ইসলাম।

এদিকে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ভৈরবে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ভৈরব পৌর বিএনপি। হরতাল ঘোষণার বিষয়টিও নিশ্চিত করেছেন ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে প্রধান আসামি করে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ছয়সূতি বাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়। পুলিশ বাদী হয়ে ওই মামলা করে। 

পুলিশ জানিয়েছে, উপজেলার ছয়সূতি ইউনিয়নের ছয়সূতি বাজার এলাকায় গত মঙ্গলবার সকালে পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে একটি মামলা হয়। এতে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ ৪৩ জনের নামোল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ৬০০ জনকে আসামি করা হয়। একই আসামিদের বিপক্ষে সন্ত্রাসবিরোধী আইনে আরেকটি মামলা হয়েছে।

এদিকে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ আল আমিন হোসাইনকে শরীফুল আলমকে গ্রেপ্তারের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা কিছুই জানি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত