সিংগাইরে ৪ হত্যাকাণ্ডের ১ যুগ পর মামলা, প্রধান আসামি মমতাজ 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১৬: ০২

মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবাদ মিছিলে গুলি চালিয়ে চারজনকে হত্যার ঘটনায় প্রায় এক যুগ পর মামলা হয়েছে। এতে ‎মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগমকে প্রধান আসামি করে ৯০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে। 

‎গতকাল বুধবার জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল দের আদালতে নিহত নাসির উদ্দিনের ভাই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৫২ জন নেতা-কর্মী ও ৩৮ জন জন পুলিশ সদস্যের নাম রয়েছে। 

‎মামলায় মমতাজ বেগম ছাড়া অন্যতম আসামিরা হলেন সিঙ্গাইর পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর মো. শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বলধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান ওরফে ভিপি শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, সিংগাইর পৌর মেয়র আবু নঈম মো. বাশার, পৌর কমিশনার আব্দুস সালাম খান, সমেজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমেজ উদ্দিন প্রমুখ। 

‎পুলিশ সদস্যদের মধ্যে অন্যতম আসামি হচ্ছেন জেলায় তৎকালীন দায়িত্ব থাকা মানিকগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম; জেলার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল আলম, মদন মোহন বণিক ও মোহাম্মদ রবিউল ইসলাম; সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) আদিল মাহমুদ, মোজাম্মেল হোসেন প্রমুখ। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ থেকে ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদে একই বছরের ২৪ ফেব্রুয়ারি মুসল্লিদের একটি প্রতিবাদ মিছিল বের করা হয় গোবিন্দলে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা দেশি-বিদেশি অস্ত্রশস্ত্রসহ পুলিশ বাহিনীর সঙ্গে ওই মিছিলে হামলা চালায়। এতে গোবিন্দল গ্রামের নাসির উদ্দিন, আলমগীর হোসেন, নাজিম উদ্দীন ও শাহ আলম নিহত হন। আহত হন অর্ধশতাধিক। ওই সময় হতাহতদের পরিবার সরকারি দলের দাপটে ও পুলিশের বাধায় মামলা করতে পারেনি। 

এ বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য ও সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আদালত থেকে কোনো নির্দেশনা পেলে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত