নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সোমবার বিকেলে এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উন্মুক্ত স্থানে সব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ-পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। ১৩ জানুয়ারি থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে।
এদিকে আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ১৬ জানুয়ারি। নির্বাচনে প্রার্থীদের প্রচারের শেষ তারিখ ১৪ জানুয়ারি। ফলে সরকার আরোপিত বিধিনিষেধের কারণে নাসিক নির্বাচন নিয়ে দেখা দিয়েছে সংশয়।
নাসিক নির্বাচন হবে কি না প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল (মঙ্গলবার) ইসিতে সভা হওয়ার কথা রয়েছে।’
অশোক কুমার বলেন, ‘যেহেতু ১৩ জানুয়ারি থেকে বিধিনিষেধ কার্যকর হবে, আমরা চাইব নাসিক নির্বাচনের প্রচারণা এক দিন আগেই শেষ করার। তবে এ ব্যাপারেও আগামীকালের বৈঠকে সিদ্ধান্ত হবে।’
এর আগে গত বছরের জুন মাসে প্রথম ধাপের ইউপি নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা বলেছিলেন, যেসব এলাকায় করোনার প্রকোপ কম কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ নেই, সেখানেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত বছরের ২১ এপ্রিল প্রথম ধাপে ইউপি নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার জন্য পিছিয়ে তা ২১ জুন ধার্য করে ইসি। পরিস্থিতির অবনতি হওয়ায় ৩৭১টি ইউপি নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০০ ইউপি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সোমবার বিকেলে এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উন্মুক্ত স্থানে সব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ-পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। ১৩ জানুয়ারি থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে।
এদিকে আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ১৬ জানুয়ারি। নির্বাচনে প্রার্থীদের প্রচারের শেষ তারিখ ১৪ জানুয়ারি। ফলে সরকার আরোপিত বিধিনিষেধের কারণে নাসিক নির্বাচন নিয়ে দেখা দিয়েছে সংশয়।
নাসিক নির্বাচন হবে কি না প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল (মঙ্গলবার) ইসিতে সভা হওয়ার কথা রয়েছে।’
অশোক কুমার বলেন, ‘যেহেতু ১৩ জানুয়ারি থেকে বিধিনিষেধ কার্যকর হবে, আমরা চাইব নাসিক নির্বাচনের প্রচারণা এক দিন আগেই শেষ করার। তবে এ ব্যাপারেও আগামীকালের বৈঠকে সিদ্ধান্ত হবে।’
এর আগে গত বছরের জুন মাসে প্রথম ধাপের ইউপি নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা বলেছিলেন, যেসব এলাকায় করোনার প্রকোপ কম কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ নেই, সেখানেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত বছরের ২১ এপ্রিল প্রথম ধাপে ইউপি নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার জন্য পিছিয়ে তা ২১ জুন ধার্য করে ইসি। পরিস্থিতির অবনতি হওয়ায় ৩৭১টি ইউপি নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০০ ইউপি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।
বাগেরহাটের কচুয়া উপজেলায় বলেশ্বর ও ভৈরব নদীর তীর দীর্ঘদিন পর পরিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।
১ মিনিট আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
২৩ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
২৭ মিনিট আগেসংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। সেই নাগরিকের ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন। ধর্মীয় পরিচয় কিংবা জাতিগত মর্যাদা দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না।
৩৪ মিনিট আগে