অনলাইন ডেস্ক
আজ বুধবার দিয়াবাড়ী থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত চালু হলো মেট্রোরেল। এরপর চালু হবে আগারগাঁও থেকে কমলাপুর পর্যন্ত। এখন যাত্রীর মনে প্রশ্ন জাগতে পারে, মেট্রোরেলের ভাড়া কোন স্টেশন থেকে কত?
মেট্রোরেলের ভাড়া পরিশোধের জন্য ১০ বছর মেয়াদি স্থায়ী কার্ড থাকবে। এই কার্ড কিনতে লাগবে ২০০ টাকা। এরপর প্রয়োজনমতো টাকা দিয়ে (রিচার্জ) কার্ড ব্যবহার করা যাবে। এই কার্ড পেতে নিবন্ধন করতে হবে। আগামীকাল বৃহস্পতিবারই ডিএমটিসিএলের ওয়েবসাইটে নিবন্ধনের লিংক দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এক যাত্রার (সিঙ্গেল জার্নি) জন্য নিবন্ধনের প্রয়োজন হবে না। স্টেশন থেকে এক যাত্রার এবং দীর্ঘমেয়াদি—দুই ধরনের কার্ডই পাওয়া যাবে।
উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত স্টেশন পড়েছে ৯টি। এরপর কমলাপুর পর্যন্ত সম্পন্ন হলে মোট স্টেশন হবে ১৭টি। ইতিমধ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করেছে। প্রতি কিলোমিটার ভাড়া ধরা হয়েছে ৫ টাকা। উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুরের দূরত্ব দাঁড়াবে ২১ দশমিক ২৬ কিলোমিটার।
প্রতি কিলোমিটার ভাড়া ৫ টাকা হলেও সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২০ টাকা। তার মানে, একজন রেলে উঠলেই তাকে দিতে হবে ২০ টাকা। উত্তরার দিয়াবাড়ি (উত্তরা নর্থ স্টেশন) থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত একজন যাত্রীকে দিতে হবে ৬০ টাকা। উত্তরা নর্থ স্টেশন থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনে যেতে একজনকে ২০ টাকা ভাড়া গুনতে হবে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের দেওয়া ভাড়ার তালিকায় দেখা যাচ্ছে, উত্তরার দিয়াবাড়ী (উত্তরা নর্থ স্টেশন) থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা। আর শেওড়াপাড়া স্টেশনে নামলে ভাড়া গুনতে হবে ৫০ টাকা।
আবার পল্লবী থেকে কেউ মিরপুর-১১, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে নামলে তাকে দিতে হবে ২০ টাকা। পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁওয়ে নামলে গুনতে হবে ৩০ টাকা।
আর মেট্রোরেলের দ্বিতীয় ধাপ চালু হলে মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেটে যেতে একজন যাত্রীর লাগবে ৩০ টাকা আর কারওয়ান বাজারে গেলে লাগবে ৪০ টাকা।
দ্বিতীয় ধাপ চালু হলে উত্তরার দিয়াবাড়ী থেকে শাহবাগে যেতে লাগবে ৮০ টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে নামলে গুনতে হবে ৯০ টাকা। আর উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল ও কমলাপুরে যেতে গুনতে হবে ১০০ টাকা।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় মেট্রোরেলে চলাচল করতে পারবেন।
মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি।
আজ বুধবার দিয়াবাড়ী থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত চালু হলো মেট্রোরেল। এরপর চালু হবে আগারগাঁও থেকে কমলাপুর পর্যন্ত। এখন যাত্রীর মনে প্রশ্ন জাগতে পারে, মেট্রোরেলের ভাড়া কোন স্টেশন থেকে কত?
মেট্রোরেলের ভাড়া পরিশোধের জন্য ১০ বছর মেয়াদি স্থায়ী কার্ড থাকবে। এই কার্ড কিনতে লাগবে ২০০ টাকা। এরপর প্রয়োজনমতো টাকা দিয়ে (রিচার্জ) কার্ড ব্যবহার করা যাবে। এই কার্ড পেতে নিবন্ধন করতে হবে। আগামীকাল বৃহস্পতিবারই ডিএমটিসিএলের ওয়েবসাইটে নিবন্ধনের লিংক দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এক যাত্রার (সিঙ্গেল জার্নি) জন্য নিবন্ধনের প্রয়োজন হবে না। স্টেশন থেকে এক যাত্রার এবং দীর্ঘমেয়াদি—দুই ধরনের কার্ডই পাওয়া যাবে।
উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত স্টেশন পড়েছে ৯টি। এরপর কমলাপুর পর্যন্ত সম্পন্ন হলে মোট স্টেশন হবে ১৭টি। ইতিমধ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করেছে। প্রতি কিলোমিটার ভাড়া ধরা হয়েছে ৫ টাকা। উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুরের দূরত্ব দাঁড়াবে ২১ দশমিক ২৬ কিলোমিটার।
প্রতি কিলোমিটার ভাড়া ৫ টাকা হলেও সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২০ টাকা। তার মানে, একজন রেলে উঠলেই তাকে দিতে হবে ২০ টাকা। উত্তরার দিয়াবাড়ি (উত্তরা নর্থ স্টেশন) থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত একজন যাত্রীকে দিতে হবে ৬০ টাকা। উত্তরা নর্থ স্টেশন থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনে যেতে একজনকে ২০ টাকা ভাড়া গুনতে হবে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের দেওয়া ভাড়ার তালিকায় দেখা যাচ্ছে, উত্তরার দিয়াবাড়ী (উত্তরা নর্থ স্টেশন) থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা। আর শেওড়াপাড়া স্টেশনে নামলে ভাড়া গুনতে হবে ৫০ টাকা।
আবার পল্লবী থেকে কেউ মিরপুর-১১, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে নামলে তাকে দিতে হবে ২০ টাকা। পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁওয়ে নামলে গুনতে হবে ৩০ টাকা।
আর মেট্রোরেলের দ্বিতীয় ধাপ চালু হলে মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেটে যেতে একজন যাত্রীর লাগবে ৩০ টাকা আর কারওয়ান বাজারে গেলে লাগবে ৪০ টাকা।
দ্বিতীয় ধাপ চালু হলে উত্তরার দিয়াবাড়ী থেকে শাহবাগে যেতে লাগবে ৮০ টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে নামলে গুনতে হবে ৯০ টাকা। আর উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল ও কমলাপুরে যেতে গুনতে হবে ১০০ টাকা।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় মেট্রোরেলে চলাচল করতে পারবেন।
মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৭ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৮ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৯ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৯ ঘণ্টা আগে