টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর হাসাইল পদ্মা নদীতে জেলের জালে প্রায় ৫০ কেজি ওজনের একটি শুশুক ধরা পড়েছে। স্থানীয় এক জেলে আজ শুক্রবার ভোরে নদীতে মাছ ধরতে গেলে তাঁর জালের মধ্যে শুশুকটি আটকা পড়ে।
নদী তীরবর্তী হাসাইল মাছ ঘাটে শুশুকটি আনা হয়েছে শুনে উৎসুক জনতা তা দেখতে ভিড় জমায়। পরে শুশুকটি নদীতে ছেড়ে দেওয়া হয়।
এক এলাকাবাসী বলেন, ‘পদ্মা নদীতে প্রতিদিনই শুশুককে লাফ মারতে দেখা যায়। কিন্তু এগুলো জালে খুবই কম ধরা পরে। শুশুক ধরা পড়ছে শুনে দেখতে আসলাম।’
স্থানীয় জেলে দাদন মান বলেন, ‘প্রতিদিনের মতো আজকেও নদীতে মাছ ধরতে যাই। আজ ভোরে জাল ওঠানোর সময় বিশাল বড় মাছ আটকা পড়ছে ভেবে খুশি হয়ে সবাই আস্তে ধীরে জাল টানতে থাকি। একপর্যায়ে দেখি এটি মাছ না, শুশুক। এটির আনুমানিক ওজন ৫০ কেজি। পরে এটি দেখতে আশপাশের অনেক লোক জমায়েত হয়। শুশুকটি নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে উপজেলা মৎস্য কর্মকর্তারকে মোবাইলে একাধিকবার কল দেওয়া হলে তিনি ধরেননি।
উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুশুক ধরা পড়ার বিষয়ে আমরা অবগত ছিলাম না। খবর পেলে গিয়ে শুশুকটি নদীতে ছেড়ে দিতাম। এখন জানতে পারলাম প্রাণীটি ছেড়ে দেওয়া হয়েছে।’
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর হাসাইল পদ্মা নদীতে জেলের জালে প্রায় ৫০ কেজি ওজনের একটি শুশুক ধরা পড়েছে। স্থানীয় এক জেলে আজ শুক্রবার ভোরে নদীতে মাছ ধরতে গেলে তাঁর জালের মধ্যে শুশুকটি আটকা পড়ে।
নদী তীরবর্তী হাসাইল মাছ ঘাটে শুশুকটি আনা হয়েছে শুনে উৎসুক জনতা তা দেখতে ভিড় জমায়। পরে শুশুকটি নদীতে ছেড়ে দেওয়া হয়।
এক এলাকাবাসী বলেন, ‘পদ্মা নদীতে প্রতিদিনই শুশুককে লাফ মারতে দেখা যায়। কিন্তু এগুলো জালে খুবই কম ধরা পরে। শুশুক ধরা পড়ছে শুনে দেখতে আসলাম।’
স্থানীয় জেলে দাদন মান বলেন, ‘প্রতিদিনের মতো আজকেও নদীতে মাছ ধরতে যাই। আজ ভোরে জাল ওঠানোর সময় বিশাল বড় মাছ আটকা পড়ছে ভেবে খুশি হয়ে সবাই আস্তে ধীরে জাল টানতে থাকি। একপর্যায়ে দেখি এটি মাছ না, শুশুক। এটির আনুমানিক ওজন ৫০ কেজি। পরে এটি দেখতে আশপাশের অনেক লোক জমায়েত হয়। শুশুকটি নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে উপজেলা মৎস্য কর্মকর্তারকে মোবাইলে একাধিকবার কল দেওয়া হলে তিনি ধরেননি।
উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুশুক ধরা পড়ার বিষয়ে আমরা অবগত ছিলাম না। খবর পেলে গিয়ে শুশুকটি নদীতে ছেড়ে দিতাম। এখন জানতে পারলাম প্রাণীটি ছেড়ে দেওয়া হয়েছে।’
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার পুলিশ রাতে টহলরত অবস্থায় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সাদুল্লাপুর পাগলার মাজারের কাছ থেকে তাঁদের আটক করা হয়।
৭ মিনিট আগেসাংবাদিক দম্পতি হত্যা মামলায় সাগর-রুনির বাড়ির নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রকে আবারও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২ মার্চ) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হকের আবেদনের পরিপ্রক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
১০ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষার হল থেকে তাঁদের আটক করা হয়।
২০ মিনিট আগেরাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজন আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য বলে জানিয়েছে তারা
২২ মিনিট আগে