Ajker Patrika

জেলের জালে ৫০ কেজির শুশুক, দেখতে উৎসুক জনতার ভিড়

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
জেলের জালে ৫০ কেজির শুশুক, দেখতে উৎসুক জনতার ভিড়

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর হাসাইল পদ্মা নদীতে জেলের জালে প্রায় ৫০ কেজি ওজনের একটি শুশুক ধরা পড়েছে। স্থানীয় এক জেলে আজ শুক্রবার ভোরে নদীতে মাছ ধরতে গেলে তাঁর জালের মধ্যে শুশুকটি আটকা পড়ে। 

নদী তীরবর্তী হাসাইল মাছ ঘাটে শুশুকটি আনা হয়েছে শুনে উৎসুক জনতা তা দেখতে ভিড় জমায়। পরে শুশুকটি নদীতে ছেড়ে দেওয়া হয়। 

এক এলাকাবাসী বলেন, ‘পদ্মা নদীতে প্রতিদিনই শুশুককে লাফ মারতে দেখা যায়। কিন্তু এগুলো জালে খুবই কম ধরা পরে। শুশুক ধরা পড়ছে শুনে দেখতে আসলাম।’ 

জালে আটকা পড়া শুশুক দেখতে স্থানীয়দের ভিড়স্থানীয় জেলে দাদন মান বলেন, ‘প্রতিদিনের মতো আজকেও নদীতে মাছ ধরতে যাই। আজ ভোরে জাল ওঠানোর সময় বিশাল বড় মাছ আটকা পড়ছে ভেবে খুশি হয়ে সবাই আস্তে ধীরে জাল টানতে থাকি। একপর্যায়ে দেখি এটি মাছ না, শুশুক। এটির আনুমানিক ওজন ৫০ কেজি। পরে এটি দেখতে আশপাশের অনেক লোক জমায়েত হয়। শুশুকটি নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে জানতে উপজেলা মৎস্য কর্মকর্তারকে মোবাইলে একাধিকবার কল দেওয়া হলে তিনি ধরেননি। 

উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুশুক ধরা পড়ার বিষয়ে আমরা অবগত ছিলাম না। খবর পেলে গিয়ে শুশুকটি নদীতে ছেড়ে দিতাম। এখন জানতে পারলাম প্রাণীটি ছেড়ে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত