সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় দখল করে মুদিদোকান বসিয়েছেন আওয়ামী লীগ নেতা এস এম ইব্রাহিম হোসেন। তবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ কার্যালয়ের সাইনবোর্ডটি এখনো সাঁটানো রয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ডের নিচে এক মাস ধরে চলছে মুদিদোকান। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালে উপজেলার করটিয়াপাড়া বাজারে একটি কক্ষ ভাড়া নিয়ে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্প্রতি ওই কার্যালয়ে তোফাজ্জল হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ী মুদিদোকান বসিয়েছেন।
প্রভাবশালী রাজনৈতিক দলের কার্যালয়ে কীভাবে মুদিদোকান দিলেন? এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, ‘পাশেই আমার দোকান ছিল। সম্প্রতি আমার নিজস্ব দোকানটি মেরামতের কাজ চলছে। স্থানীয় ইব্রাহিম নেতার নির্দেশেই এক মাস ধরে আমি এখানে ব্যবসা পরিচালনা করছি।’
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় বাসিন্দা এস এম ইব্রাহিম উপজেলা আওয়ামী লীগের সদস্য। এলাকায় তিনি নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানান স্থানীরা।
কার্যালয়ের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা এস এম ইব্রাহিম বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি ভাড়া নেওয়া হয়েছিল। পরে ওই ঘরের সংস্কার করা হয়। দীর্ঘদিন সংস্কার ও ভাড়ার টাকা বাকি ছিল। বকেয়া টাকাগুলো আমি একা পরিশোধ করে দিয়েছি। স্থানীয় ব্যবসায়িক তোফাজ্জল হোসেনের সাময়িক অসুবিধার কারণে এক মাসের জন্য দলীয় কার্যালয়টি ব্যবহার করতে দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় দখল করে মুদিদোকান বসিয়েছেন আওয়ামী লীগ নেতা এস এম ইব্রাহিম হোসেন। তবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ কার্যালয়ের সাইনবোর্ডটি এখনো সাঁটানো রয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ডের নিচে এক মাস ধরে চলছে মুদিদোকান। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালে উপজেলার করটিয়াপাড়া বাজারে একটি কক্ষ ভাড়া নিয়ে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্প্রতি ওই কার্যালয়ে তোফাজ্জল হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ী মুদিদোকান বসিয়েছেন।
প্রভাবশালী রাজনৈতিক দলের কার্যালয়ে কীভাবে মুদিদোকান দিলেন? এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, ‘পাশেই আমার দোকান ছিল। সম্প্রতি আমার নিজস্ব দোকানটি মেরামতের কাজ চলছে। স্থানীয় ইব্রাহিম নেতার নির্দেশেই এক মাস ধরে আমি এখানে ব্যবসা পরিচালনা করছি।’
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় বাসিন্দা এস এম ইব্রাহিম উপজেলা আওয়ামী লীগের সদস্য। এলাকায় তিনি নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানান স্থানীরা।
কার্যালয়ের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা এস এম ইব্রাহিম বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি ভাড়া নেওয়া হয়েছিল। পরে ওই ঘরের সংস্কার করা হয়। দীর্ঘদিন সংস্কার ও ভাড়ার টাকা বাকি ছিল। বকেয়া টাকাগুলো আমি একা পরিশোধ করে দিয়েছি। স্থানীয় ব্যবসায়িক তোফাজ্জল হোসেনের সাময়িক অসুবিধার কারণে এক মাসের জন্য দলীয় কার্যালয়টি ব্যবহার করতে দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানী বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৩) গুলি করে তাঁর সঙ্গে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রামপুরা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন আনোয়ার হোসেনের স্ত্রী।
৩৪ মিনিট আগেখুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা সভাপতি ও সদস্যসচিব শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে মহানগর বিএনপির কাউন্সিল অধিবেশন হয়। এতে ৫০৫ জন কাউন্সিলর ভোট দিয়ে নেতা নির্বাচন করেন।
৩৭ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে এক নারীকে হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ এ কে এম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেসাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিদ খানকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসাইনের আদালত শুনানির পর এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে