নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কঠোর পরিশ্রম করছেন। তাঁর নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশ বিশ্বের এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বিশ্ববাসী এখন বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে, এমনকি পাকিস্তানও এ দেশের উন্নয়ন দেখে হতবাক।’
আজ শনিবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার খালপাড় সোনাহাজরা মুফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি ধর্মীয় কাজ কর্ম নিয়েও ব্যস্ত থাকেন। এই দেশে প্রথম ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছেন।’
পাকিস্তানিরা বলেছিল বাংলাদেশে কোনো মুসলিম নেই উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, ‘তাঁরা এ দেশের মানুষকে হিন্দু বানিয়ে ফেলেছিল। যুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের অত্যাচারের হাত থেকে কোনো মুসলিম লীগ কোনো বাঙালি রেহাই পায়নি।’
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ‘বর্তমান আধুনিকতায় নতুন প্রযুক্তির সঙ্গে মিল রেখে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের এগিয়ে যেতে হবে।’ তিনি এ সময় মাদ্রাসার উন্নয়নে ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার অনুদানের চেক পরিচালনা পর্ষদের সভাপতির হাতে তুলে দেন।
দোহার নবাবগঞ্জের উন্নয়নের কথা উল্লেখ করে আগামীর সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই বলেও বক্তব্যে বলেন সালমান এফ রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া। স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদ্যাপন পরিষদের সদস্যসচিব মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন—ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এমপি, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদার।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কঠোর পরিশ্রম করছেন। তাঁর নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশ বিশ্বের এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বিশ্ববাসী এখন বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে, এমনকি পাকিস্তানও এ দেশের উন্নয়ন দেখে হতবাক।’
আজ শনিবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার খালপাড় সোনাহাজরা মুফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি ধর্মীয় কাজ কর্ম নিয়েও ব্যস্ত থাকেন। এই দেশে প্রথম ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছেন।’
পাকিস্তানিরা বলেছিল বাংলাদেশে কোনো মুসলিম নেই উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, ‘তাঁরা এ দেশের মানুষকে হিন্দু বানিয়ে ফেলেছিল। যুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের অত্যাচারের হাত থেকে কোনো মুসলিম লীগ কোনো বাঙালি রেহাই পায়নি।’
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ‘বর্তমান আধুনিকতায় নতুন প্রযুক্তির সঙ্গে মিল রেখে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের এগিয়ে যেতে হবে।’ তিনি এ সময় মাদ্রাসার উন্নয়নে ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার অনুদানের চেক পরিচালনা পর্ষদের সভাপতির হাতে তুলে দেন।
দোহার নবাবগঞ্জের উন্নয়নের কথা উল্লেখ করে আগামীর সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই বলেও বক্তব্যে বলেন সালমান এফ রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া। স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদ্যাপন পরিষদের সদস্যসচিব মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন—ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এমপি, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদার।
রাজধানীর গুলশানের একটি বাড়িতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়ে শতাধিক ব্যক্তি। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বলে দাবি করেন তারা। ওই বাড়িতে গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতা হত্যাকারীরা আশ্রয় নিয়েছে এবং অবৈধ অস্ত্র...
২ মিনিট আগে‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৯ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৯ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
৯ ঘণ্টা আগে