কেউ মানুক আর না মানুক, আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ: জাহাঙ্গীর

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৩, ১৬: ০৭
Thumbnail image

কেউ মানুক আর না মানুক, তিনি এবং তাঁর পরিবার জন্মগতভাবেই আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। 

আজ রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি। 

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ। কেউ মানুক আর না মানুক, সেটা তাদের ব্যাপার। আমি সারা জীবন আওয়ামী লীগ করেছি, এখনো আওয়ামী লীগেই আছি।’ 

জাহাঙ্গীর আরও বলেন, ‘আজ অন্য কোনো কথা বলব না। শুধু এটুকুই বলব, আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, আমাদের নেত্রীর বাড়িতে এসেছি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার কাছে আমরা সহযোগিতা চাই।’ 

গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেন, ‘গাজীপুর নগরীর উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করব। সবার সাথেই মিলেমিশে কাজ করব।’ 

এর আগে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় গাজীপুরের শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত