নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পুরানা পল্টন ও বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর। এ সময় তাঁদের কাছ থেকে তিন কেজি আফিম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালীর আবুল মোতালেব (৪৬) ও জামালপুরের জাহাঙ্গীর সিদ্দিক ভূঁইয়া (88)।
রাজধানীর তেজগাঁওয়ে অধিদপ্তরের মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ শনিবার দুপুরে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল।
জাফরুল্লাহ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পুরানা পল্টনের ভিআইপি রোড এলাকায় অভিযান চালিয়ে আবুল মোতালেবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁকে তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতরে থাকা প্লাস্টিকের বয়ামের মধ্যে পলিথিনে মোড়ানো দুই কেজি আফিম উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মোতালেবের সহযোগী আরেক মাদক কারবারি জাহাঙ্গীর সিদ্দিক ভূঁইয়াকে (88) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে আরও এক কেজি মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য পৌনে তিন কোটি টাকা।
দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃতরা মাদক কারবারের সঙ্গে জড়িত উল্লেখ করে জাফরুল্লাহ কাজল বলেন, ‘মোতালেব পল্টন এলাকায় বিদেশে আদম ব্যবসার সঙ্গে জড়িত। অপর আসামি জাহাঙ্গীর সিদ্দিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করত। দুজনেই পেশার আড়ালে থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া মাদক ফেনী থেকে এসেছে বলে জানিয়েছেন ওই কারবারিরা।
ঢাকা বিভাগের এই পরিচালক আরও জানান, এই চক্রের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি সম্পর্কে তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই নেটওয়ার্কের সকল সদস্যকেই আইনের আওতায় আনা হবে। এ ছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজধানীর পুরানা পল্টন ও বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর। এ সময় তাঁদের কাছ থেকে তিন কেজি আফিম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালীর আবুল মোতালেব (৪৬) ও জামালপুরের জাহাঙ্গীর সিদ্দিক ভূঁইয়া (88)।
রাজধানীর তেজগাঁওয়ে অধিদপ্তরের মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ শনিবার দুপুরে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল।
জাফরুল্লাহ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পুরানা পল্টনের ভিআইপি রোড এলাকায় অভিযান চালিয়ে আবুল মোতালেবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁকে তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতরে থাকা প্লাস্টিকের বয়ামের মধ্যে পলিথিনে মোড়ানো দুই কেজি আফিম উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মোতালেবের সহযোগী আরেক মাদক কারবারি জাহাঙ্গীর সিদ্দিক ভূঁইয়াকে (88) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে আরও এক কেজি মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য পৌনে তিন কোটি টাকা।
দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃতরা মাদক কারবারের সঙ্গে জড়িত উল্লেখ করে জাফরুল্লাহ কাজল বলেন, ‘মোতালেব পল্টন এলাকায় বিদেশে আদম ব্যবসার সঙ্গে জড়িত। অপর আসামি জাহাঙ্গীর সিদ্দিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করত। দুজনেই পেশার আড়ালে থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া মাদক ফেনী থেকে এসেছে বলে জানিয়েছেন ওই কারবারিরা।
ঢাকা বিভাগের এই পরিচালক আরও জানান, এই চক্রের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি সম্পর্কে তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই নেটওয়ার্কের সকল সদস্যকেই আইনের আওতায় আনা হবে। এ ছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
খোয়াজপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় মো. শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে একই এলাকার সাইফুল সরদারের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সাইফুল ও তাঁর ভাই আতাউরকে কুপিয়ে হত্যা করা হয়।
৯ মিনিট আগেমাগুরায় শিশুটিকে নির্যাতনের ঘটনা নিয়ে ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে আজ শনিবার দিনভর বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। আজ শনিবার সকালে জানা গেছে...
২২ মিনিট আগেমাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে আজ শনিবার দিনভর বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। গতকাল বিক্ষুব্ধ মানুষ থানাও ঘেরাও করতে গেলে সেনাবাহিনীর উপস্থিতিতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
২ ঘণ্টা আগেনিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ প্রশাসন। গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়।
২ ঘণ্টা আগে