Ajker Patrika

বিনা অনুমতিতে দেড় বছর ধরে অনুপস্থিত প্রধান শিক্ষক 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বিনা অনুমতিতে দেড় বছর ধরে অনুপস্থিত প্রধান শিক্ষক 

বিনা অনুমতিতে দেড় বছর ধরে অনুপস্থিত টাঙ্গাইলের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখলাল দাস। এতে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। 

জানা গেছে, গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ২৫০ জন আর শিক্ষক মাত্র পাঁচজন। এর মধ্যে স্কুলের প্রধান শিক্ষক সুখলাল দাস দীর্ঘ দেড় বছর ধরে বিনা অনুমতিতে আমেরিকায় অবস্থান করায় শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। এর আগেও তিনি ছুটি নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা তালুকদার জানান, প্রধান শিক্ষক সুখলাল দাস ২০২১ সালের জানুয়ারি মাসে আমেরিকা যান। এরপর থেকেই তিনি অনুপস্থিত। ফলে স্কুলে শিক্ষক সংকট চলছে। পড়াশোনা ও প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। 

গোপালপুর উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান জানান, সুখলাল দাস ২০২০ সালের ডিসেম্বরে অক্ষমতাজনিত কারণে অবসর গ্রহণের আবেদন জানান। কিন্তু মেডিকেল বিষয়ক কোনো কাগজ না থাকায় তাঁর আবেদন মঞ্জুর হয়নি। এরপর সবার অজান্তে তিনি আমেরিকায় পাড়ি জমান। এখন স্কুলের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অনুরোধ জানানো হয়েছে। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে। 

আমেরিকা প্রবাসী সুখলাল দাসের সঙ্গে যোগাযোগ করা হলে গত বৃহস্পতিবার মোবাইল ফোনে তিনি জানান, সপরিবারে তিনি আমেরিকায় আছেন। এখানে এসেই তিনি অসুস্থ হন। তার স্ত্রীও অনেক অসুস্থ। তারা দুজনেই চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া শারীরিক অক্ষমতাজনিত কারণ দেখিয়ে অবসর গ্রহণের আবেদন জানিয়ে তিনি আমেরিকা আসেন। কিন্তু কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর না করে তার বিরুদ্ধে এখন বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে বলে শুনেছেন। এটি অবিচার বলে দাবি করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত