Ajker Patrika

জামিন মেলেনি বিএনএস গ্রুপের বুলুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামিন মেলেনি বিএনএস গ্রুপের বুলুর

অর্থপাচার মামলায় বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুর জামিন স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ মার্চ দিন ধার্য করেন। ফলে আরও ২ মাস কারাগারে থাকতে হবে বুলুকে। 

এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, গত ১৬ নভেম্বর আত্মসমর্পণ করলে বুলুর জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারিক আদালত। ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট তাঁকে জামিন দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতির আদালত জামিন স্থগিত করেন। সেই সঙ্গে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ আগস্ট বনানী থানায় অর্থপাচার আইনে এ মামলা করে সিআইডি। এ ছাড়া ২০১৮ সালের ৭ অক্টোবর ১৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বুলুর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ১০৯ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৯৮১ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং ২৪ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত