নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছ ধরা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে চাচার হাতে ভাতিজা নুরুল হক (৪৫) খুন হয়েছেন। আজ শুক্রবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত ১৬ মার্চ সকালে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ছনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরুল হক একই এলাকার লতিফ হোসেনের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৫ মার্চ বিকেলে বাড়ির পাশের বিলে মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল হকের সঙ্গে তাঁর আপন চাচা আব্দুল হাশেমের কথাকাটাকাটি হয়। এর জেরে পরদিন সকালে নুরুল হক মাছ ধরতে বাড়ি থেকে বের হলে তাঁর চাচা আব্দুল হাশেম, চাচাতো ভাই বাবু ও সোহাগ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান।
খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে নুরুল হককে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় আগেই একটি মামলা করা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেবে। এ ঘটনায় বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছ ধরা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে চাচার হাতে ভাতিজা নুরুল হক (৪৫) খুন হয়েছেন। আজ শুক্রবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত ১৬ মার্চ সকালে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ছনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরুল হক একই এলাকার লতিফ হোসেনের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৫ মার্চ বিকেলে বাড়ির পাশের বিলে মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল হকের সঙ্গে তাঁর আপন চাচা আব্দুল হাশেমের কথাকাটাকাটি হয়। এর জেরে পরদিন সকালে নুরুল হক মাছ ধরতে বাড়ি থেকে বের হলে তাঁর চাচা আব্দুল হাশেম, চাচাতো ভাই বাবু ও সোহাগ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান।
খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে নুরুল হককে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় আগেই একটি মামলা করা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেবে। এ ঘটনায় বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার ওপর স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই সিদ্ধান্তে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন...
১ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ
১ ঘণ্টা আগেছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট করেছিলেন। তবে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ দেন।
১ ঘণ্টা আগেরোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২ ঘণ্টা আগে