Ajker Patrika

রূপগঞ্জে মাছ ধরা নিয়ে ঝগড়া, চাচার হাতে মারধরের শিকার ভাতিজার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৫: ২০
রূপগঞ্জে মাছ ধরা নিয়ে ঝগড়া, চাচার হাতে মারধরের শিকার ভাতিজার মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছ ধরা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে চাচার হাতে ভাতিজা নুরুল হক (৪৫) খুন হয়েছেন। আজ শুক্রবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গত ১৬ মার্চ সকালে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ছনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরুল হক একই এলাকার লতিফ হোসেনের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৫ মার্চ বিকেলে বাড়ির পাশের বিলে মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল হকের সঙ্গে তাঁর আপন চাচা আব্দুল হাশেমের কথাকাটাকাটি হয়। এর জেরে পরদিন সকালে নুরুল হক মাছ ধরতে বাড়ি থেকে বের হলে তাঁর চাচা আব্দুল হাশেম, চাচাতো ভাই বাবু ও সোহাগ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান।

খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে নুরুল হককে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় আগেই একটি মামলা করা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেবে। এ ঘটনায় বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত