Ajker Patrika

গাজীপুরে এএসপি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে এএসপি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়ের অতিরিক্ত সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রাখার দায়ে গাজীপুর জেলার টঙ্গী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে এএসপি) ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বৃহস্পতিবার মামলা দুটি দায়ের করেন দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া। মামলায় ঘটনার সময়কাল দেখানো হয়েছে ২০১৯ সালের ৪ ঠা জুলাই। 

মামলায় আসামি হলেন-গাজীপুরের টঙ্গী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী রুহুল ইমাম। তিনি পদোন্নতি পেয়ে বর্তমানে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত। তিনি বাগেরহাট জেলার সদর থানার হরিনখানা এলাকার গাজী আব্দুর রহমানের ছেলে। বর্তমানে রাজধানীর উত্তরায় বসবাস করেন। অপর মামলায় আসামি তাঁর স্ত্রী আসমাউল হুসনা উল্কা। 

মামলায় অভিযোগ করা হয়েছে, গাজী রুহুল ইমামের বৈধ গ্রহণযোগ্য আয়ের পরিমাণ দাঁড়ায় স্থাবর ৭০ লাখ ১৩ হাজার ৬৭২ টাকা এবং অস্থাবর ২১ লাখ ৪০ হাজার টাকাসহ সর্বমোট ৯১ লাখ ৫৩ হাজার ৬৭২ টাকা। অপরদিকে, তার অর্জিত মোট সম্পদের পরিমাণ পাওয়া যায় স্থাবর ৮১ লাখ ৬ হাজার ১০৭ টাকা এবং অস্থাবর ২৯ লাখ ৫৫ হাজার ৭৪০ টাকা। অর্থাৎ তিনি ১৯ লাখ ৮ হাজার ১৭৫ টাকা টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

অপর মামলায় তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা হয়, আসমা উল হুসনা উল্কা ৫০ লাখ ৩১ হাজার ৮৯৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত