Ajker Patrika

২২ বছর আগের জোড়া খুনের ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৮
২২ বছর আগের জোড়া খুনের ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড বহাল

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানীসহ জোড়া খুনের ঘটনায় দুজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আর দুজনের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। 

 ২০০০ সালের ১৬ জানুয়ারি সর্বহারা দলের সন্ত্রাসীরা ইউনিয়নের চেয়ারম্যানকে জবাই করে হত্যা করে। ওই সময় গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে প্রতিরোধ করতে গেলে আইয়ুব আলী নামে আরও একজনকে হত্যা করে তারা। 

ওই ঘটনায় ২০০৫ সালে বিচারিক আদালত ছয়জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ২০১০ সালে হাইকোর্ট যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের খালাস দিয়ে ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। এরপর আসামিরা আপিল করলে বুধবার এ রায় দেন আপিল বিভাগ। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ জানান, ফারুক ও গফুর নামে দুজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সেতাব ও সামানের দণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এ ছাড়া মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিদের মধ্যে বিকাশ পলাতক ছিলেন। তিনি কখনো আপিল করেননি। আর মতিউর রহমান নামের আরেক আসামি মারা যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত