গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে খননযন্ত্র বহন করা লরি ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন তিনজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার আরামবাগের সিকদার মানিক সড়কের সামনে গাড়ি দুটির সংঘর্ষ হয়। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। তাঁদের মধ্যে কেবল একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি অ্যাম্বুলেন্সটির চালক ছিলেন। অ্যাম্বুলেন্সচালক মমিন (৪০) রাজবাড়ী জেলার কালুখালী থানার বোয়ালপাড়া এলাকার গুলজার খানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের পাশেই চা খাওয়ার সময় হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পাই। আমরা সাত-আটজন দৌড়ে গিয়ে দেখি সড়কে অ্যাম্বুলেন্স ও ভেকুবাহী লরির সংঘর্ষ হয়েছে। এতে রাস্তার দুপাশে অ্যাম্বুলেন্স ও লরি ছিটকে পড়ে আছে। আমাদের চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসে। আমরা অ্যাম্বুলেন্সের গ্লাস ভেঙে আহতদের উদ্ধার করি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আসে ঘটনাস্থলে।’
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. রাসেল বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে খুলনাগামী ভেকুবাহী লরির সংঘর্ষ হয়। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার আরামবাগের সিকদার মানিক সড়কের সামনে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পরে একজন মারা যান। আহত অপর তিনজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অ্যাম্বুলেন্সচালকের পরিচয় পাওয়া গেছে। নিহত অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গোপালগঞ্জে খননযন্ত্র বহন করা লরি ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন তিনজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার আরামবাগের সিকদার মানিক সড়কের সামনে গাড়ি দুটির সংঘর্ষ হয়। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। তাঁদের মধ্যে কেবল একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি অ্যাম্বুলেন্সটির চালক ছিলেন। অ্যাম্বুলেন্সচালক মমিন (৪০) রাজবাড়ী জেলার কালুখালী থানার বোয়ালপাড়া এলাকার গুলজার খানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের পাশেই চা খাওয়ার সময় হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পাই। আমরা সাত-আটজন দৌড়ে গিয়ে দেখি সড়কে অ্যাম্বুলেন্স ও ভেকুবাহী লরির সংঘর্ষ হয়েছে। এতে রাস্তার দুপাশে অ্যাম্বুলেন্স ও লরি ছিটকে পড়ে আছে। আমাদের চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসে। আমরা অ্যাম্বুলেন্সের গ্লাস ভেঙে আহতদের উদ্ধার করি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আসে ঘটনাস্থলে।’
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. রাসেল বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে খুলনাগামী ভেকুবাহী লরির সংঘর্ষ হয়। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার আরামবাগের সিকদার মানিক সড়কের সামনে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পরে একজন মারা যান। আহত অপর তিনজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অ্যাম্বুলেন্সচালকের পরিচয় পাওয়া গেছে। নিহত অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩০ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে