নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম বাবুর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়মা আফরোজকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
আজ রোববার নারায়ণগঞ্জ-২ আসনে ২০৫ নম্বর নির্বাচনী এলাকার নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ধীমান চন্দ্র মন্ডল স্বাক্ষরিত চিঠিতে ওই সরকারি কর্মকর্তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। চিঠিতে তাঁর কর্মকাণ্ডকে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার লঙ্ঘন উল্লেখ করে আগামীকাল সোমবার দুপুর ১২টায় তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য এবং আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলীয় মনোনয়নে তিনি চতুর্থবারের মতো এ আসনটিতে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়মা আফরোজ তাঁর স্ত্রী।
গত বৃহস্পতিবার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে মিছিল ও গণসংযোগে অংশ নেন ডা. সায়মা আফরোজ। ইউনিয়নের বাজবি এলাকা থেকে কালীবাড়ি পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা চালান তিনি। এ সময় নৌকার পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন সরকারি এ চিকিৎসক।
নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ধীমান চন্দ্র মন্ডল স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন সূত্রে জানা গেছে, আপনি (ড. সায়মা আফরোজ) বিভিন্ন সময় নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের নজরুল ইসলাম ওরফে বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা হয়েও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৭৭ (১) ঙ এবং ৮৬ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
নোটিশে বলা হয়, উপর্যুক্ত কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে ওই আইন ভঙ্গের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর কেন সুপারিশ করা হবে না সে মর্মে ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৫ নম্বর কক্ষে অবস্থিত অনুসন্ধান কমিটির সভাপতির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম বাবুর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়মা আফরোজকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
আজ রোববার নারায়ণগঞ্জ-২ আসনে ২০৫ নম্বর নির্বাচনী এলাকার নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ধীমান চন্দ্র মন্ডল স্বাক্ষরিত চিঠিতে ওই সরকারি কর্মকর্তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। চিঠিতে তাঁর কর্মকাণ্ডকে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার লঙ্ঘন উল্লেখ করে আগামীকাল সোমবার দুপুর ১২টায় তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য এবং আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলীয় মনোনয়নে তিনি চতুর্থবারের মতো এ আসনটিতে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়মা আফরোজ তাঁর স্ত্রী।
গত বৃহস্পতিবার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে মিছিল ও গণসংযোগে অংশ নেন ডা. সায়মা আফরোজ। ইউনিয়নের বাজবি এলাকা থেকে কালীবাড়ি পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা চালান তিনি। এ সময় নৌকার পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন সরকারি এ চিকিৎসক।
নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ধীমান চন্দ্র মন্ডল স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন সূত্রে জানা গেছে, আপনি (ড. সায়মা আফরোজ) বিভিন্ন সময় নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের নজরুল ইসলাম ওরফে বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা হয়েও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৭৭ (১) ঙ এবং ৮৬ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
নোটিশে বলা হয়, উপর্যুক্ত কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে ওই আইন ভঙ্গের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর কেন সুপারিশ করা হবে না সে মর্মে ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৫ নম্বর কক্ষে অবস্থিত অনুসন্ধান কমিটির সভাপতির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
৩ ঘণ্টা আগে