নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এবং ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচালিত কার্যক্রম নগর ভবনে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে সরাসরি তদারক করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ বুধবার দুপুরে নিউমার্কেট-গাউছিয়া ফুট ওভারব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
মেয়র তাপস বলেন, ‘এডিস মশার প্রজনন ও বিস্তারের এটি ভরা মৌসুম। এ জন্য অগ্রিমভাবে আমরা নিয়ন্ত্রণকক্ষ খুলেছি এবং নিয়ন্ত্রণকক্ষ থেকে সরেজমিন তদারক করছি। যেসব জায়গায় আমরা তথ্য (এডিস মশার প্রজননস্থল সম্পর্কে) পাচ্ছি, (ডেঙ্গু) রোগীর ঠিকানা পাচ্ছি, সেই সব জায়গায় গিয়ে উৎসস্থল ধ্বংস করছি, সেখানে সকালে লার্ভিসাইডিং করছি, বিকেলে পুরো ৩০০ গজ এলাকা নিয়ে ফগিং করে দিচ্ছি, যাতে এডিস মশার বিস্তার প্রতিরোধ করতে পারি।’
গতবারের তুলনায় এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা অর্ধেকের চেয়েও কম উল্লেখ করে মেয়র বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে প্রতিটা ওয়ার্ডে আমাদের দিনব্যাপী যে কার্যক্রম, সেই কার্যক্রমের সুফল পেতে শুরু করেছি। এখন পর্যন্ত আমরা এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’
এর আগে ডিএসসিসির মেয়র শেখ হাসিনা বার্ন ইউনিট-সংলগ্ন রাস্তা পরিদর্শন, বকশীবাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত পরিদর্শন করেন। যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এবং ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচালিত কার্যক্রম নগর ভবনে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে সরাসরি তদারক করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ বুধবার দুপুরে নিউমার্কেট-গাউছিয়া ফুট ওভারব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
মেয়র তাপস বলেন, ‘এডিস মশার প্রজনন ও বিস্তারের এটি ভরা মৌসুম। এ জন্য অগ্রিমভাবে আমরা নিয়ন্ত্রণকক্ষ খুলেছি এবং নিয়ন্ত্রণকক্ষ থেকে সরেজমিন তদারক করছি। যেসব জায়গায় আমরা তথ্য (এডিস মশার প্রজননস্থল সম্পর্কে) পাচ্ছি, (ডেঙ্গু) রোগীর ঠিকানা পাচ্ছি, সেই সব জায়গায় গিয়ে উৎসস্থল ধ্বংস করছি, সেখানে সকালে লার্ভিসাইডিং করছি, বিকেলে পুরো ৩০০ গজ এলাকা নিয়ে ফগিং করে দিচ্ছি, যাতে এডিস মশার বিস্তার প্রতিরোধ করতে পারি।’
গতবারের তুলনায় এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা অর্ধেকের চেয়েও কম উল্লেখ করে মেয়র বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে প্রতিটা ওয়ার্ডে আমাদের দিনব্যাপী যে কার্যক্রম, সেই কার্যক্রমের সুফল পেতে শুরু করেছি। এখন পর্যন্ত আমরা এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’
এর আগে ডিএসসিসির মেয়র শেখ হাসিনা বার্ন ইউনিট-সংলগ্ন রাস্তা পরিদর্শন, বকশীবাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত পরিদর্শন করেন। যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার আদমজী ইপিজেডে এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ বাতিল এবং নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
৩৫ মিনিট আগে